আমাদের এই পরিবর্তিত সময়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গুরুত্বপূর্ণ একটি অংশ। শুধু বৈজ্ঞানিক গবেষণার বিষয় নয়, বরং চাকরি ও ক্যারিয়ারের ভবিষ্যৎ নির্ধারণেও এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহৃত হচ্ছে। তাই এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হলে দরকার এআই বিষয়ে মৌলিক জ্ঞান, আর সেই সুযোগই করে দিচ্ছে মার্কিন টেক জায়ান্ট গুগল।
গুগল কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) সম্পর্কে জানতে মডিউলভিত্তিক কোর্সের ব্যবস্থা করেছে। আর এই কোর্সের সফল সমাপ্তিতে পাওয়া যাবে ব্যাজ তথা সনদ। গুগল বলছে, আগে থেকে প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ততা নেই, এমন আগ্রহী ব্যক্তিরাও চাইলে খুব সহজেই এসব কোর্স সম্পন্ন করতে পারবেন।
আসুন জেনে নেওয়া যাক সেইসব কোর্সগুলোর বিষয়ে _
জেনারেটিভ এআই কী:
যারা একদমই এআই জগতে নতুন, কোডিংয়ের ধারণাও নেই, তারাও চাইলে এই কোর্স করতে পারবেন। এই কোর্সে এআই সম্পর্কিত বিভিন্ন বিষয় খুব সহজে তুলে ধরা হয়েছে। কোর্সটি করা যাবে এই লিঙ্কে – https://tinyurl.com/3e2npdcz
লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলসের সূচন:
চ্যাটজিপিটির মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস (এলএলএম) কীভাবে কাজ করে এবং এআই জগতে এর গুরুত্ব কী, সেসব বিষয় জানা যাবে এই কোর্সে। কোর্সটি করা যাবে এখানে- https://tinyurl.com/5n8uucd8
মেশিন লার্নিং:
মেশিন লার্নিয়ের প্রাথমিক ধারণা পাওয়া যাবে এই কোর্সে। ডেটা তথা উপাত্ত থেকে পরবর্তী ধাপ অনুমান করা এবং এথিক্যাল এআই এর বিভিন্ন বিষয় জানার সুযোগ থাকছে এখানে। কোর্সের লিঙ্ক- https://tinyurl.com/ybkkvz6s
এআই প্রিন্সিপালস গুগল ক্লাউডে ব্যবহার:
গুগল কীভাবে এআইকে তাদের প্রযুক্তিগত সমাধানে ব্যবহার করে, সে বিষয়ে সম্যক ধারণা পাওয়া যাবে এই কোর্সে। কোর্সের লিঙ্ক- https://tinyurl.com/3hrk5jkm
গুগল এআই এসেন্সিয়ালস:
এআই নিয়ে ব্রেইন স্ট্রমিং করা, আরও দ্রুত ও প্রোডাক্টিভ উপায়ে এআই ব্যবহারের বিষয়ে জানা যাবে এই কোর্সে। লিঙ্ক- https://tinyurl.com/c6xjsy88
ইন্ট্রো টু ক্লাউড:
ক্লাউড কী এবং এআই জগতে কেন ক্লাউড খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সে বিষয়ে হাতে কলমে শেখা যাবে এই কোর্সে। কোর্সের লিঙ্ক- https://tinyurl.com/2bu37tbb
ইন্ট্র টু রেসপন্সিবল এআই:
এই কোর্সে শেখা যাবে কীভাবে নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক এআই ইকো-সিস্টেম গড়ে তোলা যায়, সে বিষয়টি। কোর্সের লিঙ্ক- https://tinyurl.com/yc2zky62
বেসিকস অব কোড:
কোডিং বিষয়ে একেবারেই আনকোড়াদের জন্য সাজানো হয়েছে এই কোর্সটি। এই মডেলে খুব সহজেই প্রোগ্রামিং এবং কোডিংয়ের প্রাথমিক ধারণা পাওয়া যাবে। কোর্সের লিঙ্ক- https://tinyurl.com/mrxbps6n
ক্লাউড কম্পিউটিং ফাউন্ডেশন:
ক্লাউড কম্পিউটিং নিয়ে পূর্ব অভিজ্ঞতা নেই এমন আগ্রহীদের জন্য সাজানো হয়েছে ক্লাউড কম্পিউটিং ফাউন্ডেশন কোর্স। ক্লাউডের বেসিক কিছু বিষয়, বিগ ডেটা, মেশিন লার্নিং এবং কোথায় ও কীভাবে গুগল ক্লাউড দারুণভাবে কাজ করে, সে বিষয়গুলোও শেখা যাবে এই কোর্সে। কোর্সের লিঙ্ক- https://tinyurl.com/4npmusn3
প্রম্পট ডিজাইন ইন ভার্টেক্স এআই:
এআই প্ল্যাটফর্ম থেকে নিজের কাক্সিক্ষত ফলাফল পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে, প্রম্পট এ দক্ষতা থাকা। এআই প্ল্যাটফর্মকে টেক্সটের মাধ্যমে যে কমান্ড বা চাহিদা জানানো হয়, সেটাই মূলত প্রম্পট। কোর্সের লিঙ্ক- https://tinyurl.com/yamp6ddb.
এই কোর্সগুলো কেন জরুরী?
গুগলের এই স্বল্পমেয়াদী কোর্সগুলো আপনাকে প্রযুক্তি জগতের সর্বশেষ ট্রেন্ড সম্পর্কে আপডেট রাখবে, নতুন দক্ষতা গড়ে তুলবে এবং ভবিষ্যতের চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়ক হবে।