Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপের ব্যবহার করবেন কিভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৬ জুলাই ২০২৫ ১৯:২৩

আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে গুগল ম্যাপ। অচেনা রাস্তা কিংবা অপরিচিত কোনো শহরে গুগল ম্যাপ আমাদের চলাফেরাকে করেছে অনেক সহজ। আপনি চাইলে ইন্টারনেট সংযোগ ছাড়াও গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন।

আসুন জেনে নেই, ইন্টারনেট ছাড়াই অফলাইনে গুগল ম্যাপ ব্যবহারের পদ্ধতি …

শুরুতে গুগল ম্যাপ ডাউনলোড

* গুগল ম্যাপ অ্যাপটি খুলুন।
* উপরের ডানদিকে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
* ‘Offline maps’ অপশনে যান।
* ‘Select your own map’-এ ট্যাপ করে আপনার কাঙ্ক্ষিত এলাকার ম্যাপ বেছে নিন।
* তারপর “Download” বাটনে চাপ দিন।

কি পাওয়া যাবে অফলাইন ম্যাপে

* লোকেশন সার্চ করা যাবে।
* গন্তব্যে পৌঁছাতে নেভিগেশন ব্যবহার করা যাবে।
* ম্যাপের মাধ্যমে নতুন রুট পাওয়া যাবে।

বিজ্ঞাপন

যা পাওয়া যাবে না

* রিয়েল-টাইম ট্রাফিক তথ্য
* হাঁটা বা সাইকেল চালনার দিকনির্দেশনা
* বিকল্প রুটের পরামর্শ

ডাউনলোড করা ম্যাপ ১৫ দিনের মধ্যে এক্সপায়ার হয়ে যেতে পারে। ডিভাইসে যদি ওয়াইফাই সংযোগ থাকে, তাহলে ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে।

সারাবাংলা/এনএল/এএসজি

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপের ব্যবহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর