Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেক অ্যাপ চেনার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৭ জুলাই ২০২৫ ১৮:৪৭

বর্তমান এই ডিজিটাল সময়ে আমাদের প্রতিনিয়ত নানান ধরণের অ্যাপের প্রয়োজন হয়। কিন্তু সব দেখতে আসল অ্যাপের মতো হলেও অনেক অ্যাপেই থাকে ভাইরাস, ম্যালওয়্যার বা হ্যাকারদের ফাঁদ।

আসুন জেনে নেই, ফেক অ্যাপ চেনার উপায় …

* তার আগে জানতে হবে ফেক অ্যাপ কী। ফেক অ্যাপ হলো এমন একটি অ্যাপ যা পরিচিত বা জনপ্রিয় অ্যাপের নাম, লোগো বা ইন্টারফেস নকল করে বানানো হয়।

এর উদ্দেশ্য _

* ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া

* ফোনে ভাইরাস প্রবেশ করানো

* বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশন দিয়ে অর্থ উপার্জন

* ব্যাংকিং বা ওটিপি চুরি করে আর্থিক ক্ষতি

ফেক অ্যাপ যেভাবে চিনবেন _

* অ্যাপের নাম খেয়াল করুন
ফেক অ্যাপগুলো অনেক সময় বানান ভুল করে যেমন:

বিজ্ঞাপন

“WhatsApp” → “WhatzApp”

“Facebook” → “Faceb00k”

এভাবে সামান্য পরিবর্তন করে আপনাকে বিভ্রান্ত করতে চায়।

* ডেভেলপারের নাম দেখুন

আসল অ্যাপের ডেভেলপার নাম যেমন WhatsApp Inc., Google LLC ইত্যাদি নির্দিষ্ট। ফেক অ্যাপে দেখা যাবে অচেনা নাম।
fake_app

* রিভিউ ও রেটিং যাচাই করুন

ফেক অ্যাপের রিভিউগুলো অনেক সময় এক লাইনের কিংবা খুব বেশি ইতিবাচক হয়। আসল অ্যাপে প্রচুর রিভিউ ও মিশ্র মতামত থাকে।

* ডাউনলোড সংখ্যা দেখুন

আসল অ্যাপগুলোর ডাউনলোড লাখ বা কোটির ওপরে হয়।
ফেক অ্যাপের ডাউনলোড সংখ্যা অনেক কম থাকে।

* অ্যাপের স্ক্রিনশট মিলিয়ে দেখুন

প্লে স্টোরে থাকা স্ক্রিনশটগুলো অনেক সময় আসল অ্যাপের মতো নয়। চোখে পড়ার মতো ডিজাইন ত্রুটি বা মানহীনতা থাকে।

* অতিরিক্ত পারমিশন চাওয়া

ফেক অ্যাপ ইনস্টল করার সময় প্রয়োজনের তুলনায় অনেক বেশি পারমিশন চায়,
যেমন: ক্যামেরা, কনট্যাক্ট, লোকেশন, এসএমএস ইত্যাদি।

* অফিশিয়াল ওয়েবসাইট থেকে লিংক যাচাই করুন

বিশ্বস্ত ওয়েবসাইট বা কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপের লিংক দেখে ইনস্টল করুন।

নিজেকে সুরক্ষিত রাখা _

* Play Protect অন রাখুন (Android)
* অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি অ্যাপ ব্যবহার করুন
* নিয়মিত সফটওয়্যার আপডেট দিন
* অপরিচিত লিংকে ক্লিক করবেন না

অফিশিয়াল অ্যাপ স্টোর ছাড়া অন্য কোথাও থেকে অ্যাপ ডাউনলোড না করা।

সারাবাংলা/এনএল/এএসজি

ফেক অ্যাপ চেনার উপায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর