Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফোনেই লুকিয়ে আপনার কথা কে শুনছে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৭ জুলাই ২০২৫ ১৯:১৫ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৯:১৬

আপনি ফোনে হয়তো কোনো কিছু কেনার কথা বলছেন, কিন্তু এরপর থেকেই আপনি যা কিনতে চাইছেন সেই সংক্রান্ত বিজ্ঞাপনই দেখতে পাচ্ছেন? এমনটা কি কখনো হয়েছে আপনার?

এইটা কাকতালীয় নয়, হতে পারে স্মার্টফোনে আপনার ব্যক্তিগত কথাও কেউ শুনছে!

দুশ্চিন্তার কিছু নেই-একটু সচেতন হলেই চিহ্নিত করতে পারবেন কোন অ্যাপগুলো মাইক্রোফোনে ‘চুপিচুপি’ নজর রাখছে।

কোন অ্যাপ আপনার কথা শুনছে, যেভাবে বুঝবেন-

অ্যানড্রন্ড্রয়েড ফোনে:

Settings > Privacy > Permission Manager > Microphone

এখানে আপনি দেখতে পারবেন কোন কোন অ্যাপ কখন মাইক্রোফোন ব্যবহার করেছে।

সাম্প্রতিক অ্যাক্সেস রিপোর্ট

Android 12 বা তার পরের ভার্সনে Notification Bar-এ আপনি দেখতে পাবেন একটি সবুজ ডট (🔵/🟢)। এটি বোঝায় মাইক্রোফোন বা ক্যামেরা ব্যবহার হচ্ছে।

বিজ্ঞাপন

Digital Wellbeing & Parental Controls > Dashboard

কোন অ্যাপ কতক্ষণ সক্রিয় ছিল ও কী অ্যাক্সেস নিয়েছে, এখান থেকে দেখতে পারেন।

hacking

আইফোনে (iOS):

Settings > Privacy & Security > Microphone

কোন অ্যাপকে মাইক্রোফোনের অনুমতি দেয়া হয়েছে তা একনজরে দেখে নিতে পারবেন।

Control Center-এ সবুজ/কমলা রঙের ডট

সবুজ ডট: ক্যামেরা ব্যবহৃত হচ্ছে

কমলা ডট: মাইক্রোফোন চলছে

কোনও অ্যাপ অপ্রত্যাশিতভাবে এই ডট জ্বালালে, সঙ্গে সঙ্গে সতর্ক হন।

সন্দেহজনক অ্যাপ চিনবেন যেভাবে:

অ্যাপটি কি আপনার কাজে জরুরি, অথচ মাইক্রোফোন চাইছে? (যেমন: ক্যালকুলেটর বা গেম অ্যাপ)

ইনস্টল করার সময় ‘Allow Microphone’ চায়? তা হলে Skip বা Deny দিন।

অপ্রয়োজনীয় অ্যাপের পারমিশন কেটে দিন—Settings > Apps > Permissions > Microphone > Deny

নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে:

Regulatory Permission দিন: শুধু প্রয়োজনীয় অ্যাপকে পারমিশন দিন।

নিয়মিত চেক করুন: মাসে অন্তত একবার সব পারমিশন রিভিউ করুন।

নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস ব্যবহার করুন যা মাইক্রোফোন এক্সেস মনিটর করে।

VPN বা Privacy-focused অ্যাপ ব্যবহার করুন।

Google ও Apple-এর প্রাইভেসি রিপোর্ট এনাবল করুন।

সারাবাংলা/এনএল/এএসজি

ফোনেই লুকিয়ে কথা শুনছে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর