Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরনো ফোনকে নতুন করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৮ জুলাই ২০২৫ ১৫:৫৫ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৫:৫৯

পুরোনো ফোন আবার নতুন? এটাও কি সম্ভব? উত্তর হলো সম্ভব। যদি জানতে চান, তাহলে আসুন জেনে নেই পুরনো ফোনকে নতুন করার উপায় …

অপ্রয়োজনীয় অ্যাপ ও ফাইল ডিলিট করুন _

অনেক সময় ফোনে এমন সব অ্যাপ ইনস্টল করা থাকে যেগুলো আপনি কখনো ব্যবহারই করেন না।
ফোনের ‘Storage’ অপশনে গিয়ে cache files, old downloads, WhatsApp media ইত্যাদি ডিলিট করুন।
ব্যবহার করুন: Files by Google, CCleaner (Android)

ফ্যাক্টরি রিসেট দিন (যদি খুব স্লো হয়ে যায়) _

যদি ফোন একেবারেই ধীরগতির হয়ে পড়ে, একবার factory reset দিয়ে একদম ক্লিন করে নিতে পারেন।
রিসেট দেওয়ার আগে ডেটা ব্যাকআপ নেওয়া আবশ্যক।
Settings → System → Reset → Factory data reset

লাইটওয়েট অ্যাপ ব্যবহার করুন _

পুরনো ফোনে ভারী অ্যাপ ব্যবহার করলে ফোন হ্যাং করতে পারে। তাই এই বিকল্প অ্যাপগুলো ব্যবহার করুন:

বিজ্ঞাপন

লঞ্চার ও থিম বদলান _

পুরনো ফোনে নতুন লুক আনতে Nova Launcher, Niagara Launcher বা Smart Launcher ব্যবহার করুন।
হালকা থিম বা মিনিমাল ডিজাইন ফোনকে করে তুলবে দ্রুত ও আকর্ষণীয়।

অটো আপডেট ও ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখুন _

অটো অ্যাপ আপডেট বা ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ রাখলে ব্যাটারি ও র‌্যাম সাশ্রয় হয়।
Settings → Apps → App info → Background data (off)
Play Store → Settings → Network preferences → Auto-update apps (off)

ব্যাটারির যত্ন নিন _

ফোন গরম হওয়া বা দ্রুত চার্জ শেষ হলে ব্যাটারি হেলথ চেক করুন।
Battery Saver Mode অন রাখুন।
প্রয়োজন হলে নতুন ব্যাটারি লাগান (বিশেষ করে ৩ বছরের বেশি পুরনো ফোনে)।

সারাবাংলা/এনএল/এএসজি

পুরনো ফোনকে নতুন করার উপায়