প্রযুক্তিপ্রেমীদের কাছে অ্যাপল ম্যাকবুক পছন্দের শীর্ষে। তবে অনেকেরই এই ম্যাকবুক কেনার ইচ্ছে থাকলেও দামের কারণে এটি আর কেনা হয়ে উঠে না। তবে এবার অ্যাপল নতুন এমন একটু ম্যাকবুক মডেল তৈরির কাজ করছে, যা তুলনামূলকভাবে কম দামে ও উন্নত বৈশিষ্ট্যের।
আসুন জেনে নেই, বিশ্বসেরা এই প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান-এর নতুন ম্যাকবুকের বিষয়ে…
কাদের জন্য এই ম্যাকবুক
নতুন এই ম্যাকবুক আইফোনের মতো শক্তিশালী প্রসেসর, আকর্ষণীয় ডিজাইন এবং তুলনামূলকভাবে কম দামে আনার পরিকল্পনা। তাই এটি নিঃসন্দেহে শিক্ষার্থী ও সাধারণ ব্যবহারকারীদেরকেই টার্গেট করে করা হচ্ছে।
যা যা বৈশিষ্টের এই ম্যাকবুক
সাধারণত অ্যাপল ম্যাকবুকে নিজেদের তৈরি এম-সিরিজ প্রসেসর ব্যবহার করে থাকে। কিন্তু এই নতুন সাশ্রয়ী ম্যাকবুকে দেয়া হতে পারে আইফোন ১৬ প্রো এবং ১৬ প্রো ম্যাক্স-এ ব্যবহৃত এ১৮ প্রো চিপসেট। বিশ্লেষক মিং-চি কুওর মতে, এটি হবে একেবারে ভিন্ন ধরনের ম্যাকবুক— দাম কম হলেও কর্মদক্ষতায় কোনও আপস থাকবে না।
তরুণদের জন্য ডিজাইনে নতুনত্ব
নতুন বাজেট ম্যাকবুকটি আসতে পারে ১৩ ইঞ্চির ডিসপ্লে সহ। ডিজাইন ও রঙের দিক থেকেও এটি হবে নজরকাড়া। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এটি পাওয়া যেতে পারে চারটি রঙে— নীল, হলুদ, গোলাপি ও সিলভার। ফলে এটি মূলত তরুণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে।
কবে নাগাদ হাতে আসবে এই ম্যাকবুক
সাশ্রয়ী ম্যাকবুকটির উৎপাদন শুরু হতে পারে ২০২৫ সালের শেষভাগে বা ২০২৬ সালের প্রথমভাগে। অর্থাৎ, এটি বাজারে আসতে পারে ২০২৬ সালের শুরুতেই।
দাম কেমন
ধারণা করা হচ্ছে, এর মূল্য প্রায় ৬৯৯ থেকে ৭৯৯ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৮৫ হাজার থেকে ৯৭ হাজার টাকার মধ্যে (দেশভেদে কর ও রূপান্তর ভিন্ন হতে পারে) হতে পারে।