Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনামূল্যে সবার জন্য ‘জিপিটি-৫’ উন্মুক্ত করলো মাইক্রোসফট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১ আগস্ট ২০২৫ ২০:০৫ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ২০:২১

বিনামূল্যে ওপেন এআইয়ের বহুল প্রতীক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জিপিটি-৫ এখন সবার জন্য উন্মুক্ত করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কো-পাইলট ব্যবহারকারীরা নতুন এই মডেল বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জিপিটি-৫-কে ‘আরও স্মার্ট, দ্রুত ও কার্যকর’ হিসেবে বর্ণনা করে বলেছেন, এটি মানব ইতিহাসে আগে অকল্পনীয় এক প্রযুক্তি।

মাইক্রোসফটের মতে, জিপিটি-৫ তাদের এখন পর্যন্ত সবচেয়ে উন্নত এআই সিস্টেম, যা প্ল্যাটফর্মজুড়ে উন্নত রিজনিং ক্ষমতা, কোডিং দক্ষতা এবং কথোপকথনে নতুন মাত্রা যোগ করবে। অ্যাজুর প্ল্যাটফর্মে প্রশিক্ষিত এই মডেলে ওপেনএআইয়ের সর্বশেষ রিজনিং প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘৩৬৫ কো-পাইলট বিজনেস’ ও ‘কো-পাইলট কনজিউমার’ ব্যবহারকারীরা সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জিপিটি-৫ ব্যবহার করতে পারবেন। ধারণা করা হচ্ছে, নতুন মডেলটি মানুষের ভাষার সূক্ষ্মতা ও প্রযুক্তিগত জ্ঞান আগের চেয়ে আরও ভালোভাবে বুঝতে সক্ষম।

বর্তমানে কো-পাইলট সংযুক্ত রয়েছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং, ব্রাউজার এজ, ই-মেইল পরিষেবা আউটলুকসহ প্রায় সব পণ্যের সঙ্গে। যারা উইন্ডোজ ১১ ব্যবহার করেন তারা মাইক্রোসফট স্টোর থেকে কো-পাইলট অ্যাপ ডাউনলোড করতে পারবেন বা ‘copilot.microsoft.com’ ওয়েবসাইটে সরাসরি ব্যবহার করতে পারবেন। কো-পাইলটে জিপিটি-৫ চালু করতে সার্চ কোয়েরি বক্সের ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করলেই পেয়ে যাবেন।

এছাড়া মাইক্রোসফট গিটহাব ও ভিজ্যুয়াল স্টুডিওসহ তাদের প্রোগ্রামিং অ্যাপ্লিকেশনেও জিপিটি-৫ যুক্ত করছে, যা কোড লেখা ও কাজ স্বয়ংক্রিয় করতে আরও সহায়ক হবে। অ্যাজুর এআই ফাউন্ড্রিতেও আজ থেকে জিপিটি-৫ যুক্ত হচ্ছে, যা এন্টারপ্রাইজ-গ্রেড নিরাপত্তা, সম্মতি ও গোপনীয়তা সুরক্ষা নিশ্চিত করবে।

মাইক্রোসফট ৩৬৫ কো-পাইলট ব্যবহার করে জিপিটি-৫ (অনুমতি সাপেক্ষে) ব্যবহারকারীর ই-মেইল, ডকুমেন্ট ও ফাইল বিশ্লেষণ করে প্রশ্নের উত্তর দিতে ও নির্দিষ্ট কাজ করা যাবে।

সারাবাংলা/এনএল/এএসজি

জিপিটি-৫ মাইক্রোসফট