Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরক্তিকর প্রমোশনাল কল ব্লক করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২ আগস্ট ২০২৫ ১৭:০১

বর্তমানে প্রায় প্রতিটি স্মার্টফোনে ব্যবহারকারীকে, অপরিচিত নাম্বার থেকে আসা স্প্যাম কল কিংবা অপারেটর থেকে আসা প্রমোশনাল কলের মুখোমুখি হতে হয়। কাজের সময় এমন কলের মত বিরক্তিকর কিছু হয়ত আর হয়না। ফোনের মধ্যে থাকা একাধিক ফিচার ব্যবহার করে এসব অনাকাঙ্ক্ষিত কল বন্ধ করা যায়। এছাড়া থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেও স্প্যাম বা প্রোমোশনাল কল বন্ধ করা যেতে পারে।

কল ফরওয়ার্ডিং _

কল ফরওয়ার্ডিং হতে পারে বিরক্তিকর কল থেকে মুক্তি অন্যতম সেরা উপায়। আপনার ফোনের সেটিংস অপশনে কল ফরওয়ার্ডিং অপশন পেয়ে যাবেন। কল ফরওয়ার্ডিং অপশনে অলওয়েজ ফরওয়ার্ড, ফরওয়ার্ড হোয়েন বিজি, ফরওয়ার্ড হোয়েন আন অ্যাটেন্ডেড, এই তিনটি অপশন দেখতে পাবেন। এখান থেকে অলওয়েজ ফরওয়ার্ড সিলেক্ট করলে ইনকামিং সব কল ফরওয়ার্ড হয়ে যাবে। শুধুমাত্র সব ইনকামিং কল বন্ধ করতে চাইলে তবেই এই অপশন ব্যবহার করুন।

বিজ্ঞাপন

কল ব্যারিং _

স্প্যাম কল বন্ধ করা যেতে পারে কল ব্যারিং এর মাধ্যমেও। এক্ষেত্রে ফোনের সেটিংস থেকে কল ব্যারিং অপশন খুঁজে নিয়ে ইনকামিং কলস অপশনটি চালু করে পাসওয়ার্ড প্রদান করে ফিচারটি চালু করা যাবে। তবে এটা চালু থাকলে কোনো কল আসবেনা ফোনে। এমনকি ইনকামিং সব মেসেজ আসাও বন্ধ হতে পারে। তাই প্রয়োজন শেষ হলে ফিচারটি বন্ধ করতে ভুলবেন না।

ব্লক _

অধিকাংশ সময় অপারেটরগুলো একই নাম্বার থেকে প্রায়সই প্রোমোশনাল কল করে থাকে। এক্ষেত্রে সব কল বন্ধ করার সেরা উপায় হতে পারে উক্ত নাম্বার ব্লক করে দেয়া।

থার্ড পার্টি অ্যাপ _

প্রোমোশনাল কল বা স্প্যাম কল থেকে মুক্তি দিতে থার্ড পার্টি অ্যাপ, ট্রুকলারও ব্যবহার করতে পারবেন। প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপটি বেশ সহজে স্প্যাম কল ডিটেক্ট করে তা নিজ থেকে ব্লক করে দিতে পারে। তাই ট্রুকলার ব্যবহার করে বিরক্তিকর কল থেকে বেশ সহজে মুক্তি পাওয়া যেতে পারে।

ট্রুকলার এর আরেকটি সেরা ফিচার হলো এটি দ্বারা বিরক্তিকর কলার এর নাম্বার রিপোর্ট করা যায়, যার ফলে বিরক্তিকর কলারের নাম্বার থেকে কল আসলে তা নিজ থেকে ধরে ব্লক করে দেয় অ্যাপটি। এইজন্য ট্রুকলার ব্যবহার করলে খুব সহজে স্প্যাম কল ব্লক করা যেতে পারে কোনো ধরনের এক্সট্রা স্টেপ ছাড়া।

স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনে স্প্যাম কল কীভাবে ব্লক করবেন _

স্যামসাং ফোনে কল ব্লকিং বিল্ট-ইন পদ্ধতি আছে:

* ফোন অ্যাপ খুলুন
* উপরের ডানদিকে তিনটি বিন্দুতে ট্যাপ করুন
* ‘ব্লক নম্বর’ বিকল্পটি নির্বাচন করুন
* ‘ব্লক কলস ফ্রম আননোন নম্বরস’ চালু করুন
* এছাড়াও ‘ব্লক স্প্যাম অ্যান্ড স্ক্যাম কল’ অ্যাক্টিভ করুন
* আপনি যদি চান, আপনি ম্যানুয়ালি একটি নম্বরও ব্লক করতে পারেন

OnePlus স্মার্টফোনে স্প্যাম কল কীভাবে ব্লক করবেন _

বেশিরভাগ OnePlus ডিভাইসে এখন Google এর ডায়ালার অ্যাপ আগে থেকে ইনস্টল করা থাকে:

* ফোন অ্যাপ খুলুন
* তিনটি বিন্দুতে ট্যাপ করুন > সেটিংসে যান
* ‘কলার আইডি অ্যান্ড স্প্যাম’ এ ট্যাপ করুন
* ‘স্প্যাম কল ফিল্টার’ বিকল্পটি চালু করুন

Oppo, Vivo, iQOO এবং Realme ফোনে স্প্যাম কল কীভাবে ব্লক করবেন _

এই ব্র্যান্ডের বেশিরভাগ ফোনও Google ডায়ালার ব্যবহার করে। ধাপগুলো একই রকম:

* ফোন অ্যাপ খুলুন
* সেটিংস-এ যান
* কলার আইডি এবং স্প্যাম অপশনে যান
* ‘স্প্যাম কল ফিল্টার’ চালু করুন

Xiaomi এবং Poco স্মার্টফোনের জন্য পদ্ধতি _

HyperOS বা MIUI চালিত ডিভাইসগুলিতে ইনবিল্ট ডায়ালারের মাধ্যমে স্প্যাম কল ব্লকিং থাকে:

ফোন অ্যাপ খুলুন
উপরের তিনটি বিন্দুতে ট্যাপ করুন
সেটিংস > কলার আইডি এবং স্প্যাম-এ যান
‘স্প্যাম কল ফিল্টার’ চালু করুন।

সারাবাংলা/এনএল/এএসজি

বিরক্তিকর প্রমোশনাল কল ব্লক করার উপায়

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর