Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফোনের স্ক্রিন প্রটেক্টর: কত দিনের জন্য?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২ আগস্ট ২০২৫ ১৭:১৭

আমাদের জীবন যাত্রায় অন্যতম সঙ্গী। ফোনের স্ক্রিন জুড়েই আমাদের সব কিছু। আর এই স্ক্রিনকে আঁচড়, দাগ ও ভাঙা থেকে রক্ষা করতে আমরা ব্যবহার করি স্ক্রিন প্রটেক্টর। কিন্তু অনেকেই জানেন না, এই প্রটেক্টর অনন্তকাল টেকে না সময়মতো পরিবর্তন না করলে স্ক্রিনের সুরক্ষা কমে যায়।

* আঁচড় বা দাগ বেশি হলে:

দীর্ঘদিন ব্যবহারের ফলে স্ক্রিন প্রটেক্টরে আঁচড় জমে যেতে পারে, যা শুধু দেখতে খারাপই লাগে না, বরং স্ক্রিনের টাচ সেনসিটিভিটি কমিয়ে দেয়।

* ফেটে গেলে বা কোণা উঠে গেলে:

স্ক্রিন প্রটেক্টরের কোনো অংশ ফেটে গেলে বা প্রান্ত উঠে গেলে ধুলো-ময়লা ভেতরে ঢুকে স্ক্রিন ক্ষতিগ্রস্ত করতে পারে।

বিজ্ঞাপন

* টাচ রেসপন্স কমে গেলে:

দীর্ঘদিন ব্যবহারের পর প্রটেক্টরের ওপরের স্তর ক্ষয়ে গিয়ে টাচ রেসপন্স কমে যেতে পারে।

* দাগ বা হলদেটে ভাব:

সূর্যের আলো বা অতিরিক্ত ব্যবহারে কিছু স্ক্রিন প্রটেক্টরে হলদেটে ভাব আসে, যা স্ক্রিনের দৃশ্যমানতা কমিয়ে দেয়।

কতদিন পর পর পরিবর্তন করবেন _

সাধারণত টেম্পার্ড গ্লাস স্ক্রিন প্রটেক্টর ৬ মাস থেকে ১ বছর ভালো থাকে, আর প্লাস্টিক বা পিইটি ফিল্ম প্রটেক্টর ৩-৬ মাসের মধ্যে বদলে নেয়া ভালো। তবে এটি নির্ভর করে ব্যবহার প্যাটার্ন, ফোন ব্যবহারের সময় সতর্কতা এবং প্রটেক্টরের গুণগত মানের ওপর।

ফোনের স্ক্রিন প্রটেক্টরের যত্ন _

* স্ক্রিন প্রটেক্টর লাগানোর আগে ও পরে স্ক্রিন পরিষ্কার রাখুন।

* ভালো মানের ব্র্যান্ডেড প্রটেক্টর ব্যবহার করুন, এতে দীর্ঘস্থায়ী সুরক্ষা পাওয়া যায়।

* প্রয়োজনে প্রফেশনাল দিয়ে প্রটেক্টর লাগিয়ে নিন যাতে বুদবুদ বা ধুলো না থাকে।

সারাবাংলা/এনএল/এএসজি

ফোনের স্ক্রিন প্রটেক্টর

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর