Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবি থেকে থ্রিডি মডেল বানাবে ‘কোপাইলট থ্রিডি’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৪ আগস্ট ২০২৫ ১৭:০৩

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবি থেকে থ্রিডি মডেল তৈরির নতুন টুল উন্মোচন করেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই সেবা টুডি ছবিকে ডাউনলোডযোগ্য থ্রিডি মডেলে রূপান্তর করবে, যা গেম, অ্যানিমেশন, থ্রিডি প্রিন্টিংসহ নানা কাজে ব্যবহার করা যাবে।

মাইক্রোসফট জানায়, এক রঙ্গের পটভূমি, ভালো আলোকসজ্জা ও স্পষ্ট গভীরতার ছবিতে সর্বোত্তম ফল মিলবে। তৈরি মডেলগুলো ‘মাই ক্রিয়েশনস’ বিভাগে ২৮ দিন সংরক্ষিত থাকবে, এরপর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

সেসঙ্গে কপিরাইটযুক্ত ছবি বা অনুমতি ছাড়া ব্যক্তির ছবি আপলোড না করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। নীতিমালা ভঙ্গ করলে অ্যাকাউন্ট বন্ধের সতর্কতাও দিয়েছে মাইক্রোসফট।

বিজ্ঞাপন

প্রযুক্তি ওয়েবসাইট দ্য ভার্জ-এর পরীক্ষায় দেখা গেছে, আসবাবপত্র ও ফলের মতো বস্তুর ক্ষেত্রে যথেষ্ট নির্ভুলতা পাওয়া গেলেও প্রাণির অঙ্গসংস্থান বা জটিল টেক্সচারে কিছু সীমাবদ্ধতা আছে।

গেম ডেভেলপাররা কনসেপ্ট আর্ট থেকে সরাসরি গেমের অ্যাসেট বানাতে পারবেন, অ্যানিমেটররা দ্রুত দৃশ্যের প্রোটোটাইপ তৈরি করতে পারবেন, শিক্ষকেরা ইন্টারঅ্যাকটিভ শিক্ষাসামগ্রী বানাতে পারবেন এবং ডিজাইনাররা এআর অথবা ভিআর পরিবেশে মডেল সংযুক্ত করতে পারবেন।

সেবাটি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের মাইক্রোসফট বা গুগল অ্যাকাউন্ট দিয়ে কোপাইলট ডটকম-এ সাইন-ইন করে ‘Labs’ সেকশনে গিয়ে ‘Copilot 3D’ নির্বাচন করে ছবি আপলোড করতে হবে। মোবাইল ব্রাউজারে কাজ করলেও সর্বোত্তম অভিজ্ঞতার জন্য ডেস্কটপ ব্যবহারের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

সারাবাংলা/এনএল/এএসজি

কোপাইলট থ্রিডি মাইক্রোসফট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর