Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুগল ওয়ালেটে নতুন ৩ ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৪ আগস্ট ২০২৫ ১৭:৩৮

অনলাইন পেমেন্ট অভিজ্ঞতাকে করবে আরও সুবিধাজনক, নমনীয় ও স্বচ্ছ করতে ৩টি নতুন ফিচার যুক্ত হচ্ছে গুগল ওয়ালেট-এ।

জানা গেছে, এই ফিচারগুলো বিশেষভাবে তৈরি হয়েছে অনলাইন ক্রেতাদের জন্য। যারা চায় সঠিক কার্ড বেছে নিতে, কিস্তিতে পেমেন্ট করতে এবং আন্তর্জাতিক মানি ট্রান্সফারে ঝামেলা কমাতে। চলুন এই তিনটি নতুন ফিচার একে একে দেখে নেই …

ক্রেডিট কার্ড রিওয়ার্ড এখন আরও সহজে জানা যাবে _

অনলাইন শপিংয়ে অনেক সময় আমরা ভাবি, ‘কোন ক্রেডিট কার্ড ব্যবহার করলে সবচেয়ে বেশি রিওয়ার্ড পাওয়া যাবে?’। আগে এই তথ্য জানার জন্য আলাদা করে কার্ডের ওয়েবসাইটে যেতে হতো বা শর্তগুলো খুঁজে বের করতে হতো। কিন্তু এখন ব্যবহারকারীদের জন্য গুগল নিয়ে এসেছে এক নতুন সুবিধা।

বিজ্ঞাপন

গুগল ক্রোমের অটোফিল ফিচার-এ এখন দেখা যাবে ১০০টিরও বেশি ক্রেডিট কার্ডের রিওয়ার্ড ডিটেইলস। মানে, আপনি যখন অনলাইন পেমেন্ট পেইজে যাবেন, তখনই অটোফিল সাজেশনে প্রতিটি কার্ডের সম্ভাব্য বেনিফিট দেখানো হবে।

এর সুবিধাগুলো হলো …

* সঠিক সময়ে সঠিক কার্ড বেছে নেওয়া যাবে।
* বেশি ক্যাশব্যাক, পয়েন্ট বা মাইলস অর্জনের সুযোগ বাড়বে।
* আলাদা করে তথ্য খুঁজে সময় নষ্ট হবে না।
উদাহরণ: ধরুন আপনি $200 মূল্যের একটি ইলেকট্রনিক্স পণ্য কিনতে যাচ্ছেন। অটোফিল দেখাল যে আপনার কার্ড A-তে ৫% ক্যাশব্যাক আছে, আর কার্ড B-তে আছে ২%। এক নজরে বুঝে গেলেন কার্ড A ব্যবহার করাই লাভজনক।

‘Buy Now, Pay Later’ হবে আরও সহজ ও দ্রুত _

কখনও কখনও আমাদের হঠাৎ বড় অঙ্কের কেনাকাটা করতে হয়, কিন্তু সেই মুহূর্তে পুরো অর্থ পরিশোধ করা কঠিন হয়ে যায়। এজন্য অনেকেই Buy Now, Pay Later (BNPL) সেবা ব্যবহার করেন।

গুগল এবার BNPL অপশনকে আরও সহজ করে দিয়েছে। উপযুক্ত ক্রেতারা এখন গুগল ক্রোমের অটোফিলের মাধ্যমে সরাসরি Affirm এবং Zip ব্যবহার করে কিস্তিতে পেমেন্ট করতে পারবেন। খুব শিগগিরই Klarna, Afterpay এবং আরও কয়েকটি BNPL সেবা যুক্ত হবে।

এর সুবিধাগুলো হলো…

* বড় অঙ্কের কেনাকাটায় চাপ কমবে।
* অনলাইনে ফর্ম পূরণের ঝামেলা কমে যাবে।
* কয়েকটি ক্লিকেই কিস্তি প্ল্যান শুরু করা যাবে।
উদাহরণ: ধরুন আপনি $800 দামের একটি ল্যাপটপ কিনতে চান, কিন্তু একসাথে পুরো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। অটোফিল থেকে Affirm বেছে নিয়ে ৪ কিস্তিতে পেমেন্ট করে ফেললেন, তাও কয়েক সেকেন্ডে।

আন্তর্জাতিক টাকা পাঠানো হবে আরও স্বচ্ছ _

বিদেশে টাকা পাঠানো অনেকের জন্যই একটি নিয়মিত কাজ। হোক তা পরিবারকে সহায়তা করা, পড়াশোনার খরচ পাঠানো বা ব্যবসায়িক লেনদেন। কিন্তু এই প্রক্রিয়ায় অনেক সময় গোপন ফি বা অস্পষ্ট এক্সচেঞ্জ রেট সমস্যায় ফেলে দেয়।

গুগল এখন ওয়ালেট অনলাইন ও গুগল সার্চে একটি পরীক্ষামূলক ফিচার এনেছে, যেখানে Ria Money Transfer, Xe এবং Wise-এর মতো আন্তর্জাতিক রেমিট্যান্স সেবাদাতাদের ফি ও এক্সচেঞ্জ রেট এক জায়গায় দেখা যাবে।

শিগগিরই শুধু গুগলে যেকোনো কারেন্সি এক্সচেঞ্জ রেট সার্চ করলেই, এই ফিচার থেকে সরাসরি টাকা পাঠানো যাবে।

এর সুবিধাগুলো হলো…

* ফি ও রেটের স্বচ্ছ তথ্য পাওয়া যাবে।
* কোন সেবা সাশ্রয়ী তা তুলনা করে বোঝা যাবে।
* এক জায়গা থেকেই ট্রান্সফার প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।
উদাহরণ: আপনি যুক্তরাষ্ট্র থেকে সাপোর্টেড অন্য দেশে টাকা পাঠাতে চান। গুগলে USD to সেই দেশের কারেন্সি সার্চ করতেই দেখলেন তিনটি সেবাদাতার রেট ও ফি। ফলে কোনটি আপনার জন্য সেরা, সেটি বুঝে নিলেন কয়েক সেকেন্ডে।

গুগল জানিয়েছে, এই তিনটি নতুন ফিচার আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। বাংলাদেশ থেকে গুগল ওয়ালেট বা গুগল সার্চে এই অপশনগুলো এখনই দেখা যাবে না। তবে গুগল সাধারণত ধাপে ধাপে নতুন ফিচার বিশ্বব্যাপী চালু করে, তাই ভবিষ্যতে বাংলাদেশেও এগুলো আসার সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এনএল/এএসজি

গুগল ওয়ালেট নতুন ফিচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর