Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রযুক্তি ও সবুজ অর্থনীতির ধাক্কায় বদলে যাচ্ছে চাকরির বাজার

সানজিদা যুথী
১৬ আগস্ট ২০২৫ ১৩:৩৫

বিশ্বে চাকরির বাজার আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত বদলে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েক বছরের মধ্যে বর্তমানের বহু চাকরির অস্তিত্ব থাকবে না। নতুন চাকরি তৈরি হবে, কিন্তু তা হবে একেবারেই নতুন ধরণের এবং ভিন্ন দক্ষতানির্ভর।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) সাম্প্রতিক এক সমীক্ষায় বলা হয়েছে, এই পরিবর্তনের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে— নতুন প্রযুক্তির উত্থান বা অটোমেশন এবং সবুজ ও টেকসই অর্থনীতির দিকে অগ্রসর হওয়া।

প্রথমত, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিংসহ নানা প্রযুক্তির দ্রুত অগ্রগতি শিল্প ও কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন আনছে। অনেক কাজ এখন যন্ত্র ও সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হচ্ছে। ফলে কিছু পেশা বিলীন হওয়ার আশঙ্কা থাকলেও প্রযুক্তি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন

দ্বিতীয়ত, পরিবেশবান্ধব ও টেকসই অর্থনীতির চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহারের জন্য নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব অবকাঠামো এবং কার্বন নিঃসরণ কমানোর মতো খাত দ্রুত প্রসারিত হচ্ছে। এসব খাতে দক্ষ জনশক্তির প্রয়োজন বাড়বে, যা নতুন কর্মসংস্থান তৈরি করবে।

বিশেষজ্ঞদের মতে, পরিবর্তনের এই ধাক্কা মোকাবিলা করতে হলে শ্রমবাজারে টিকে থাকার কৌশল এখনই নিতে হবে। নতুন দক্ষতা অর্জন, প্রযুক্তি জ্ঞান বৃদ্ধি এবং সবুজ অর্থনীতিতে কাজের জন্য প্রস্তুতি নেওয়াই হবে আগামী দিনের সাফল্যের চাবিকাঠি।

সারাবাংলা/এসজে/এএসজি

প্রযুক্তি ও সবুজ অর্থনীতির ধাক্কায় বদলে যাচ্ছে চাকরির বাজার