Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক্সের ছবি থেকে ভিডিও বানানোর নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৮ আগস্ট ২০২৫ ১৭:২৩

ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এআই টুল গ্রোক এআই নতুন ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো ছবি থেকে মুহূর্তের মধ্যেই ভিডিও তৈরি করতে পারবেন।

জানা গেছে, আপাতত কেবল আইওএস ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন। তবে অ্যান্ড্রয়েড সংস্করণও শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন এক্সের মালিক ইলন মাস্ক।

এই ফিচারটি ফোন বেবহার করতে হলে আগে, এক্স অ্যাপের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করার পর ব্যবহারকারীকে ফিডে থাকা কোনো ছবির ওপর কিছুক্ষণ চাপ দিয়ে ‘Make video with Grok’ অপশন বেছে নিতে হবে। এরপর ছবিটি সরাসরি গ্রোক অ্যাপে চলে যাবে এবং প্রায় ১৭ সেকেন্ডের মধ্যেই সেটিকে ভিডিওতে রূপান্তর করবে। ভিডিওর সঙ্গে চারটি ভিন্ন অডিও ট্র্যাকের যেকোনো একটি যোগ করার সুযোগ থাকবে, যা সঙ্গে সঙ্গেই শেয়ারও করা যাবে।

বিজ্ঞাপন

আগে ছবি ম্যানুয়ালি আপলোড করতে হলেও এখন পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এই ফিচারটি এসেছে গ্রোক ইমাজিন–এর আওতায়। সাময়িকভাবে এটি সারা বিশ্বের সব ব্যবহারকারীর জন্য বিনামূল্যে চালু করা হয়েছে। ফলে এক্স– এর ভেতর থেকেই এআই–নির্ভর কনটেন্ট তৈরি এখন আরও সহজ ও দ্রুত হবে।

এই ফিচার ব্যবহারে গ্রোক অ্যাপ ইনস্টল ও রেজিস্টার্ড অ্যাকাউন্টে লগইন থাকতে হবে। এক্স অ্যাপের আপডেটেড সংস্করণ (আইওএসে এখনই, অ্যান্ড্রয়েডে আসছে শিগগিরই)। সেসঙ্গে সক্রিয় ইন্টারনেট সংযোগ ও পর্যাপ্ত স্টোরেজ স্পেস থাকতে হবে।

সারাবাংলা/এনএল/এএসজি

এক্সের ছবি থেকে ভিডিও বানানোর নতুন ফিচার