Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের সেরা ক্লাউড প্ল্যাটফর্ম

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ আগস্ট ২০২৫ ১৭:০৫ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ১৭:০৭

সম্প্রতি টেকনোলজি ম্যাগাজিন ২০২৫ সালের শীর্ষ ক্লাউড প্ল্যাটফর্মের তালিকা প্রকাশ করেছে। আসুন জেনে নেই বিশ্বের সেরা ক্লাউড প্ল্যাটফর্মের তালিকা।

অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS) _

অ্যামাজন ওয়েব সার্ভিসেস হলো সবচেয়ে বিস্তৃত ও নির্ভরযোগ্য ক্লাউড প্ল্যাটফর্ম। অ্যামাজন ওয়েব সার্ভিসেস; EC2, S3, অ্যামাজন বেডরক, সেজমেকারসহ ২শ’টির বেশি পরিষেবা প্রদান করে। জেনারেটিভ এআই’র চাহিদা পূরণে অ্যামাজন ওয়েব সার্ভিসেস এখনও শীর্ষে রয়েছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস রাজস্ব ১০৭.৬ বিলিয়ন ডলার। এখানে ১.৫ মিলিয়ন (অ্যামাজন) কর্মী কাজ করছেন। এটি প্রতিষ্ঠা হয়েছে ২০০২ সালে ও এতে চিফ টেকনিক্যাল অফিসার ( সিটিও) হিসেবে দায়ীত্ব পারন করছেন ভার্নার ভোগেলস।

বিজ্ঞাপন

মাইক্রোসফট আজুর (Microsoft Azure) _

আজুর তার বেটার টুগেদার কৌশল ব্যবহার করে মাইক্রোসফট ৩৬৫ ও ডায়নামিক্স ৩৬৫-এরসঙ্গে একত্রিত। ওপেনএআই’র অংশীদারিত্বের কারণে গ্রাহকরা এলএলএম-এ অ্যাক্সেস পেয়েছেন। আজুর এআরসির (Arc) মাধ্যমে সংস্থাগুলো তাদের ডেটা সেন্টার, অন্যান্য ক্লাউড ও এজ লোকেশনেও আজুর -এর এআই ও নিরাপত্তা সুবিধা ব্যবহার করতে পারে। মাইক্রোসফট আজুর রাজস্ব ২৪৫.১ বিলিয়ন ডলার। এখানে ২ লাখ ২৮ হাজার কর্মী কাজ করছেন। এটি প্রতিষ্ঠা হয়েছে ২০১০ সালে ও এর চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) হিসেবে দায়ীত্ব পালন করছেন মার্ক রাসিনোভিচ।

গুগল ক্লাউড (Google Cloud Platform) _

কনটেইনারাইজেশন ও কুবার্নেটিসের ক্ষেত্রে গুগল ক্লাউড হলো পথিকৃৎ। এআই সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি অন্যরকম পছন্দ। এন্টারপ্রাইজ ও ডেভেলপার উভয়ের জন্য এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। গুগল ক্লাউড এর রাজস্ব ১২.৩ বিলিয়ন ডলার । এখানে ১ লাখ ৮১ হাজার কর্মী কর্মরত রয়েছেন। এটি প্রতিষ্ঠা হয়েছে ২০০৮ সালে এবং এর চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) হিসেবে দায়ীত্ব পালন করছেন উইল গ্র্যানিস।

ওরাকল ক্লাউড (Oracle Cloud Infrastructure) _

ওরাকল ক্লাউডের মূল লক্ষ্য হলো- মিশন-ক্রিটিক্যাল এন্টারপ্রাইজ ওয়ার্কলোড চালানো। নতুন প্রজন্মের ক্লাউড আর্কিটেকচারের মাধ্যমে এটি উচ্চ পারফরম্যান্স, উন্নত প্রাপ্যতা এবং মাল্টি-ক্লাউড সমাধান প্রদান করে। ওরাকল ক্লাউড এর রাজস্ব: ৫৭.৪ বিলিয়ন ডলার। এখানে ১ লাখ ৬২ হাজার কর্মী কর্মরত আছেন। এটি প্রতিষ্ঠা হয়েছে ১৯৯৭ সালে এবং এর চিফ টেকনিক্যাল অফিসার হিসেবে দায়ীত্ব পালন করছেন ল্যারি এলিসন।

আলিবাবা ক্লাউড (Alibaba Cloud) _

আলিবাবা ক্লাউড এশিয়া প্যাসিফিক অঞ্চলে শক্ত অবস্থান তৈরি করেছে। এলাস্টিক কম্পিউটার সার্ভিস (ইসিএস), অবজেক্ট স্টোরেজ সার্ভিস (ওএসএস), পাই এবং ম্যাক্সকম্পিউটারের মাধ্যমে তারা ছোট থেকে বড় সংস্থার সব ধরনের ক্লাউড চাহিদা পূরণ করে। আলিবাবা ক্লাউডের রাজস্ব ১৬.৩ বিলিয়ন ডলার। এখানে ৪ হাজার ১শ’ কর্মী কর্মী কর্মরত আছেন। এটি প্রতিষ্ঠা হয়েছে ২০০৯ সালে। প্রতিষ্ঠানটির চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) হিসেবে দায়ীত্ব পালন করছেন ঝোউ জিংরেন।

আইবিএম ক্লাউড (IBM Cloud) _

আইবিএম ক্লাউড মূলত বড়, নিয়ন্ত্রিত শিল্প যেমন ব্যাংক, বীমা ও স্বাস্থ্যসেবা সংস্থাগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। নিরাপত্তা, কমপ্লায়েন্স এবং ডেটা গভর্ন্যান্সে এর বিশেষজ্ঞতা রয়েছে। IaaS, PaaS ও SaaS সমাধান একসাথে দিয়ে, হাইব্রিড এবং মাল্টি-ক্লাউড পরিবেশে বিস্তৃত সমাধান প্রদান করে। আইবিএম ক্লাউডের রাজস্ব ৬২.৮ বিলিয়ন ডলার। এখানে ২ লাখ ৮২ হাজার কর্মী কর্মরত রয়েছেন। এটি প্রতিষ্ঠা হয়েছে ২০০৫ সালে এবং এটির চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) হিসেবে দায়ীত্ব পালন করছেন হিলারি হান্টার।

সেলসফোর্স (Salesforce) _

সেলসফোর্স সফটওয়্যার সার্ভিস বাজারে নেতৃত্ব দিচ্ছে ।কাস্টমার ৩৬০ প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকের সব তথ্য এক জায়গায় পাওয়া যায়। নতুন এআই টুলস Einstein এবং Agentforce সংযোজনের ফলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া যায়। সেলসফোর্স এর রাজস্ব ৩৮.৬ বিলিয়ন ডলার। এখানে ৭৬ হাজার কর্মী কর্মরত রয়েছেন। এটিপ প্রতিষ্ঠা হয়েছে ১৯৯৯ সালে। প্রতিষ্ঠানটিন চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) হিসেবে দায়ীত্ব পালন করছেন পার্কার হ্যারিস।

কোরউইভ (CoreWeave) _

কোরউইভের দ্রুত উত্থান মূলত জেনারেটিভ এআই বুমের কারণে। এটি এআই এবং এমএল-এ বিশেষভাবে উচ্চ মানের পারফরম্যান্স জিপিইউ ইনফ্রাস্ট্রাকচার সরবরাহ করে। ব্যবহারকারীরা সর্বশেষ এনভিডিয়া জিপিইউ (Nvidia GPU)-তে প্রবেশাধিকার পান, যা বড় হাইপারস্কেলারের চেয়ে বেশি প্রাপ্তি নিশ্চিত করে। কোরউইভ এর রাজস্ব ২.৭১ বিলিয়ন ডলার। এখানে ৯শ’ জন কর্মী কাজ করছেন। এটি প্রতিষ্ঠা হয়েছে ২০১৭ সালে। প্রতিষ্ঠানটির চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) হিসেবে দায়ীত্ব পালন করছেন পিটার সালানকি।

স্নোফ্লেক (Snowflake) _

স্নোফ্লেক মূলত এন্টারপ্রাইজ বাজারকে লক্ষ্য করে তৈরি। ১০ হাজারের বেশি গ্রাহক রয়েছে এদের। যার মধ্যে অনেক ‘ফরবস গ্লোবাল ২০০০’ সংস্থার অন্তর্ভুক্ত। এর বিশেষত্ব হলো স্টোরেজ এবং কম্পিউটকে আলাদা করা। ফলে সংস্থাগুলো একক, একীভূত এবং মাল্টি-ক্লাউড প্ল্যাটফর্মে পুরো ডেটা স্থাপত্য পরিচালনা করতে পারে। স্নোফ্লেক এর রাজস্ব ৩.৮ বিলিয়ন ডলার। এখানের ৭ হাজার ৮শ’ কর্মী কাজ করছেন। এটি প্রতিষ্ঠা হয়েছে ২০১২ সালে। প্রতিষ্ঠানটির চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) হিসেবে দায়ীত্ব পালন করছেন এস মুরালিধর।

ক্লাউডফ্লেয়ার (Cloudflare) _

ক্লাউডফ্লেয়ার ইন্টারনেটের এক অবিচ্ছেদ্য অংশ। এর বিশাল বিশ্বব্যাপী নেটওয়ার্ক প্রতি মাসে ২.৫ বিলিয়নের বেশি মানুষের জন্য ইন্টারনেট অনুরোধের প্রায় ১০ শতাংশ পরিচালনা করে। ক্লাউডফ্লেয়ার ওয়ার্কার প্ল্যাটফর্ম ডেভেলপারদের সার্ভারলেস কোড মুহূর্তের মধ্যে চালাতে দেয়, ব্যবহারকারীর অবস্থান নির্বিশেষে। সূত্র: টেকনোলজি ম্যাগাজিন।

সারাবাংলা/এনএল/এএসজি

বিশ্বের সেরা ক্লাউড প্ল্যাটফর্ম

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর