এবার চীনা মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে সবর হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে নিয়মিত তার বক্তব্য পাওয়া যাবে টিকটকে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ট্রাম্পের একটি স্বল্পদৈর্ঘ্য ভিডিওর মাধ্যমে হোয়াইট হাউজের তরফ থেকে নতুন অ্যাকাউন্টটি প্রকাশ করা হয়।
‘@হোয়াইটহাউজ’ নামের ওই অ্যাকাউন্টে ২৭ সেকেন্ডের ভিডিওতে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের কণ্ঠস্বর’। ক্যাপশনে লেখা ছিল, ‘আমেরিকা, উই আর ব্যাক, হোয়াটস আপ টিকটক?’ ভিডিওটি পোস্ট করার এক ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটিতে প্রায় ৪,৫০০ জন ফলোয়ার হয়ে যায়। (খবর গার্ডিয়ান)
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট বলেছেন, মার্কিন জনগণের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের যত ঐতিহাসিক সাফল্য আছে, তার সবই প্রচার করতে কাজ করে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এজন্য সর্বোচ্চ সংখ্যক জনগণ ও মাধ্যম ব্যবহার করা হবে।
অবশ্য, টিকটক নিয়ে মার্কিন আইনপ্রণেতারা সবসময়ই সন্দেহভাজন ছিলেন। তাদের আশঙ্কা, এই অ্যাপ ব্যবহারের কারণে মার্কিন নাগরিকদের সংবেদনশীল তথ্য সহজেই হাতিয়ে নিতে পারছে চীনা সরকার।
উল্লেখ্য, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে টপকে তরুণ ভোটারদের মধ্যে ট্রাম্পের জনমত বৃদ্ধিতে টিকটকের স্বল্পদৈর্ঘ্য ভিডিওর ব্যাপক ব্যবহার করেছিল রিপাবলিকান শিবির। ‘@রিয়েল ডোনাল্ড ট্রাম্প’ নামের ওই অ্যাকাউন্টটি অবশ্য ট্রাম্পের প্রেসিডেনশিয়াল অ্যাকাউন্ট ছিল না।নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্পের টিকটক অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গিয়েছিল। সেখানে সর্বশেষ পোস্ট করেছিলেন ৫ নভেম্বর ২০২৪ নির্বাচনের দিন এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে যথেষ্ট সক্রিয় থাকেন। কালেভদ্রে এক্স অ্যাকাউন্টেও পোস্ট করেন ট্রাম্প।