নিজের হাতের মুঠোয় থাকা ছোট্ট ফোনটি বর্তমানে আমাদের অপরিহার্য একটি অংশে পরিণত হয়েছে। এই ফোনের নানামুখী ব্যবহার যেমন আমাদের সুবিধা দিয়েছে তেমনি বেড়েছে বেশকিছু অসুবিধা। ছোট্ট ফোনটিতে ছবি, ভিডিও, অ্যাপ থেকে শুরু করে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চাইলে পর্যাপ্ত স্টোরেজ থাকা জরুরি। কিন্তু অনেক সময় দেখা যায়, নতুন বা পুরনো কোনো ফোনেই স্টোরেজ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সমস্যা শুধু ছবি বা অ্যাপের পরিমাণ নয়; বরং ফোনের লুকানো ও অপ্রয়োজনীয় ফাইল, যা ব্যাকগ্রাউন্ডে অব্যাহতভাবে জায়গা দখল করছে, এই কারণে ফোন ধীর হয়ে যাচ্ছে।
আসুন জেনে নেই যেসব ফাইলের কারণে ফোনের স্টোরেজ নষ্ট হচ্ছে। সেইসঙ্গে এ থেকে উত্তরণে করণীয়:
অ্যাপ ক্যাশে ডাটা দখল: প্রতিটি অ্যাপ কিছু সময়ের জন্য সাময়িক ফাইল সংরক্ষণ করে, যাকে ক্যাশে বলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম, ব্রাউজার ও স্ট্রিমিং অ্যাপগুলো সর্বাধিক ক্যাশে তৈরি করে। ক্যাশে অ্যাপ দ্রুত চালাতে সহায়তা করে, কিন্তু অনিয়মিত থাকলে এটি গিগাবাইট পর্যন্ত জায়গা নষ্ট করতে পারে।
ক্যাশে মুছে দিলে ব্যক্তিগত তথ্য বা লগইন মুছে যায় না। তবে অ্যাপ ডাটা মুছে দিলে অ্যাপ সম্পূর্ণ রিসেট হয় এবং পুনরায় লগইন করতে হয়।
পুরনো ফাইল চিহ্নিত করুন: ডাউনলোড ফোল্ডারে প্রায়ই পিডিএফ, ছবি, অ্যাপ ইনস্টলার বা ভিডিও জমে থাকে, যা আর প্রয়োজন হয় না। অনেক সময় অন্য ফোন থেকে স্থানান্তরিত বা ব্লুটুথের মাধ্যমে প্রাপ্ত ফাইলও থাকে। ফাইল ম্যানেজারে ডাউনলোড ফোল্ডার খুলে বড় বা পুরনো ফাইল চিহ্নিত করে মুছে ফেলা যায়। এতে অন্যান্য অ্যাপ বা পরিষেবার কার্যক্রমে কোনো প্রভাব পড়ে না।
ব্রাউজারের ক্যাশে ও কুকিজ: ব্রাউজার প্রতিটি ওয়েবসাইটের ছবি, কুকিজ ও ডাটা সংরক্ষণ করে। এটি পেজ দ্রুত লোড করতে সহায়তা করে, কিন্তু জমে গেলে স্টোরেজ নষ্ট হয় এবং কিছু ওয়েবসাইট ঠিকমতো না খোলার সমস্যা তৈরি হয়। পুরনো ক্যাশে ও কুকিজ মুছে স্টোরেজ খালি করা সম্ভব। তবে কুকিজ মুছে দিলে প্রায় সব অ্যাকাউন্ট লগআউট হয়ে যায়।
নেভিগেশন অ্যাপের অফলাইন ম্যাপ: গুগল ম্যাপসের মতো নেভিগেশন অ্যাপে ব্যবহারকারীরা অফলাইন ম্যাপ ডাউনলোড করতে পারেন। তবে বড় এলাকা ডাউনলোড করলে ফোনের স্টোরেজ অনেক নষ্ট হয়। অপ্রয়োজনীয় ম্যাপ ডিলিট করলে মূল্যবান জায়গা ফিরে পাওয়া যায়।
আনইনস্টল করা অ্যাপের অবশিষ্ট ফাইল: অ্যাপ আনইনস্টল করলে সব ফাইল মুছে যায় না। বড় গেম বা মিডিয়া অ্যাপের ফোল্ডার ও ক্যাশে ফাইল থাকে। ফাইল ম্যানেজার ব্যবহার করে অপ্রয়োজনীয় ফোল্ডার মুছে স্টোরেজ খালি করা সম্ভব।
মেসেজিং অ্যাপে লুকানো মিডিয়া: হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি ছবি, ভিডিও ও অডিও সংরক্ষণ করে। চ্যাট থেকে মুছে দিলেও ফাইল থাকে, যা সময় ও জায়গা নষ্ট করে। অ্যাপের ‘স্টোরেজ ম্যানেজমেন্ট’ ফিচার ব্যবহার করে পুরনো মিডিয়া মুছে জায়গা খালি করা যায়।
নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি: অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীরা নিয়মিত ক্যাশে, ডাউনলোড ফাইল, অফলাইন ম্যাপস এবং মেসেজিং মিডিয়া মুছে মূল্যবান স্টোরেজ উদ্ধার করতে পারেন। এতে শুধু স্টোরেজ খালি হয় না, ফোনের কার্যক্ষমতাও অনেক দ্রুত হয়।