Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মার্টফোনের চার্জিং স্পিড বাড়ানোর উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৪ আগস্ট ২০২৫ ১৮:৪১

আপনার স্মার্টফোনটি কি এখন স্বাভাবিকের চেয়ে ফোন চার্জ হতে মাঝে বেশি সময় লাগে। কী কারণে ধীরগতিতে চার্জ হয় তা অনেকেই বুঝতে পারেন না। আবার ধীরগতিতে ফোন চার্জের কারণ ও সমাধানই বা জানেন না অনেকেই।

আসুন জেনে নেই, স্মার্টফোনের চার্জিং স্পিড বাড়ানোর উপায় কিছু উপায়:

অব্যবহৃত অ্যাপগুলি ডিলিট করে ফেলুন: ফোনে যদি এমন কিছু অ্যাপ থেকে থাকে যেগুলি আপনি কখনোই ব্যবহার করেন না, তাহলে অবিলম্বে সেগুলিকে ডিলিট করে ফেলুন। এর ফলে আপনার ফোনের চার্জিং স্পিড বাড়বে।

ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করুন: ফোন কেনার সময় তার সঙ্গে যে চার্জারটি দেওয়া হয়েছে, সেটি দিয়েই ফোন চার্জ করার চেষ্টা করুন। কিন্তু কোনোভাবে যদি সেটি খারাপ হয়ে যায়, তাহলে তখন কোনো ভালো ব্র্যান্ডের চার্জার কিনুন। কিন্তু কখনোই লোকাল বা থার্ড-পার্টির সস্তা চার্জার কিনবেন না, কারণ এই ধরনের সস্তা চার্জারগুলি আপনার ফোনের ব্যাটারির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ফলে চার্জিং স্পিড কমে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তাই সবসময় ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করুন। এবং জেনে রাখবেন যে, ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করে আপনি আপনার ফোনের চার্জিং স্পিড ৫০% পর্যন্ত বাড়াতে পারেন।

বিজ্ঞাপন

ফোনে ভারী গেম খেলবেন না: স্মার্টফোনে ভারী কোনো গেম খেললে আপনার ফোনের ব্যাটারি দ্রুত ড্রেনেজ হতে থাকে। ফলে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তো থাকেই এবং ফোন চার্জ হতেও অনেক বেশি সময় নেয়। তাই আপনার ফোনে যদি কোনো ভারী গেম থেকে থাকে, তাহলে ফোনের চার্জিং স্পিড বাড়ানোর স্বার্থে সেগুলিকে অবিলম্বে ডিলিট করে ফেলুন।

মেমোরি ক্লিয়ার করুন: আপনি যদি আপনার স্মার্টফোনে বড় সাইজের ভারী ফাইল এবং ভিডিও জমিয়ে রাখেন, তাহলে আপনার স্মার্টফোনের ইন্টারনাল স্পেস দখল হওয়ার পাশাপাশি চার্জিং স্পিডও কিন্তু কমতে থাকে। তাই অপ্রয়োজনীয় ফাইল এবং ভিডিও ডিলিট করে ফোনের মেমোরি প্রতিদিন ক্লিয়ার করা একান্ত আবশ্যক।

ক্যাশে ক্লিয়ার করুন: বিভিন্ন অ্যাপ ব্যবহারের ফলে প্রচুর পরিমাণে ক্যাশে ফাইল স্মার্টফোনে জমা হতে থাকে। যত বেশি পরিমাণে অ্যাপ ব্যবহার করবেন, তত বেশি ক্যাশে ফাইল আপনার ফোনে জমা হতে থাকবে। এটি শুধু আপনার ফোনের ইন্টারনাল স্পেসই দখল করে না, আপনার ফোনের ব্যাটারি দ্রুত ড্রেনেজ হওয়া এবং চার্জিং স্পিড কমে যাওয়ার পিছনেও ক্যাশে ফাইলের বিরাট বড়ো অবদান থাকে। তাই ফোনের চার্জিং স্পিড বাড়াতে অবশ্যই দিনের শেষে ফোনের ক্যাশে ডেটা (cached data) ক্লিয়ার করুন।

সারাবাংলা/এনএল/এএসজি

স্মার্টফোনের চার্জিং স্পিড বাড়ানোর উপায়