Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবহৃত ফোন বিক্রির আগে করণীয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৫ আগস্ট ২০২৫ ১৯:১৬

অনেকেই নিজের স্মার্টফোনটি পুরোনো হয়ে গেলে বিক্রি করে দেন বা পরিবর্তন করে নেন। এই কাজটি করার আগে কয়েকটি কাজ আপনাকে করতে হবে। নাহলে বিপদে পড়তে পারেন যে কোনো মুহূর্তে। ব্যবহৃত ফোন বিক্রি বা এক্সচেঞ্জ করার ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে সতর্ক হতে হবে।

ব্যবহৃত ফোন বিক্রির আগে যা করতে হবে:

* ফোন ব্যবহার করার সময় আপনি নিশ্চয়ই জি-মেইল, ফেসবুক, টুইটার, প্লে স্টোর এবং অনেক অ্যাপে লগ ইন করেছিলেন। ফোন বিক্রি করার সময় আপনাকে অবশ্যই সব ধরনের অ্যাকাউন্ট লগ আউট করতে হবে।

* ফোনের জায়গা বাড়ানোর জন্য, অনেকে এসডি কার্ডও ইনস্টল করে থাকেন। ফোন বিক্রির সময় লোকজন এসবে মনোযোগ না দিয়ে কার্ডসহ ফোন বিক্রি করে। এমন পরিস্থিতিতে, আপনার ডাটা অন্য ব্যক্তির কাছে চয়ে যায়। ফোন বিক্রি করার সময় অবশ্যই মাইক্রো এসডি কার্ডটি সরিয়ে ফেলুন।

বিজ্ঞাপন

* ফোনটি বিক্রি করার আগে, এর সার্চ হিস্ট্রি মুছে ফেলতে ভুলবেন না। অর্থাৎ আপনার ওয়েব ব্রাউজার হিস্ট্রি, কল লগ ইতিহাস ইত্যাদি মুছে ফেলা উচিত। প্রয়োজনে ইউটিউব সার্চ হিস্ট্রিও মুছে ফেলুন।

* আপনি যখনই পুরোনো ফোনটি বিক্রি করবেন, তখন ব্যবহার করার সময় যে যে অতিরিক্ত অ্যাপ ফোনে নামিয়েছিলেন সেগুলোকে আনইনস্টল করে দেবেন।

* উপরের সব কাজ করার পর, এটি দেওয়ার আগে ফোনটি রিসেট করতে ভুলবেন না। ফোন রিসেট করলে ফোনটি একেবারে নতুনের মতো হয়ে যায়। এর মানে আপনার ফোনে যা কিছু ছিল, সবটাই মুছে যায়।

* ফোন বিক্রি করার সময় আপনার আরও একদিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। আপনি কখন ফোনটি বিক্রি করেছেন, এটি কোন মডেলের ছিল, কার কাছে আপনি এটি বিক্রি করেছেন ইত্যাদি লিখতে ভুলবেন না।

সারাবাংলা/এনএল/এএসজি

ব্যবহৃত ফোন বিক্রির আগে করণীয়