বর্তমানে আমাদের জীবনের প্রয়োজনীয় অংশ হয়ে গেছে ল্যাপটপ। অফিস কিংবা বাড়িতে আমাদের অতি প্রয়োজনীয় এই ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে স্ক্রিন পরিষ্কার রাখা খুবই জরুরি। তবে অনেকেই ভুলভাবে টিস্যু পেপার বা সাধারণ কাপড় দিয়ে স্ক্রিন মুছে থাকেন, যা আসলে বিপজ্জনক। এতে সহজেই স্ক্র্যাচ পড়তে পারে, এমনকি ডিসপ্লে নষ্ট হওয়ার ঝুঁকিও থাকে।
আসুন জেনে নেই, ল্যাপটপ স্ক্রিন পরিষ্কার করার সঠিক উপায়:
* ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার আগে ল্যাপটপ বন্ধ করে পাওয়ার কেবল খুলে নিতে হবে। এতে স্ক্রিনের ধুলা ও দাগ ভালোভাবে চোখে পড়ে এবং নিরাপত্তাও নিশ্চিত হয়।
* ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার সময় টিস্যু বা পেপার টাওয়েল ব্যবহার না করে সবসময় মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করাই ভালো। এ ধরনের কাপড় নরম হওয়ায় স্ক্রিনে দাগ বা স্ক্র্যাচ পড়ে না।
* ল্যাপটপের স্ক্রিন পরিষ্কারের সময় জোরে চাপ দেয়া উচিত নয়; বরং আলতোভাবে সার্কুলার মোশনে মুছে নিতে হবে।
* কঠিন দাগ দূর করতে চাইলে স্ক্রিন ক্লিনিং সলিউশন ব্যবহার করা করা।
* কখনোই সরাসরি স্ক্রিনে স্প্রে করা উচিত নয়। কাপড়ে অল্প স্প্রে করে তারপর স্ক্রিন আলতোভাবে মুছে ফেলতে হবে।
* সপ্তাহে অন্তত একবার ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করলে তা দীর্ঘদিন ঝকঝকে ও নতুনের মতো থাকবে।