Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়েরা গোপনে সবচেয়ে বেশি সার্চ করে যেসব!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৫ আগস্ট ২০২৫ ২০:০৬

অনলাইনের জগতে আমরা অনেকেই কোনো কিছু জানতে হলে গুগলে সার্চ করে থাকি। অনেকেই আবার এমন কিছু বিষয় সার্চ করেন, যা হয়তো তারা প্রকাশ্যে আলোচনা করতে কমফোর্টেবল নন।

গুগল সার্চের ডাটা অনুযায়ী জানা গেছে, অনলাইনে মেয়েরা প্রায়ই এমন কিছু বিষয় সার্চ করেন, যা হয়তো তারা প্রকাশ্যে আলোচনা করতে স্বাছন্দবোধ করে না।

আসুন জেনে নেয়া যাক গোপনে মেয়েরা গুগলে সবচেয়ে বেশি কোন সার্চ করেন …

বলিরেখামুক্ত ত্বক পাওয়ার উপায়: ত্বকের যত্নে নেদের জিজ্জাসা অনেক বেশি। এক্ষেত্রে গুগলে গুগল বলছে, মেয়েরা বলিরেখা দূর করার ঘরোয়া পদ্ধতি এবং স্কিন কেয়ার রুটিন সম্পর্কে বেশি সার্চ করেন।

স্মোকি আই মেকআপ করার সহজ টিপস: স্মোকি আই লুক এখন ট্রেন্ডে। অনেক মেয়ে এটি পারফেক্টভাবে করতে গুগলে টিউটোরিয়াল এবং স্টেপ-বাই-স্টেপ গাইড খোঁজেন।

বিজ্ঞাপন

চোখের নিচের ফোলাভাব দূর করার উপায়: শসা, আলুর ফালি বা আইস কিউব ব্যবহার করে চোখের ফোলাভাব কমানো যায়। এই বিষয়ে মেয়েদের জানার আগ্রহ অনেক বেশি।

চুল ধোয়ার সঠিক নিয়ম ও সময়: চুলের ধরন অনুযায়ী কতদিন পরপর শ্যাম্পু করা উচিত, এটি নিয়ে মেয়েরা বেশ চিন্তিত থাকেন। ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপযুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার বেছে নেওয়ার ব্যাপারেও তারা গুগলে খোঁজ করেন।

অবাঞ্ছিত লোম দূর করার নিরাপদ পদ্ধতি: লোম অপসারণে ওয়াক্সিং, থ্রেডিং, শেভিং, লেজার ট্রিটমেন্ট-কোনটি ভালো? মেয়েরা নিজের ত্বকের ধরন অনুযায়ী সবচেয়ে নিরাপদ উপায় খুঁজতে সার্চ করে থাকেন।

কনসিলার ব্যবহারের সঠিক নিয়ম: কনসিলার কিভাবে লাগালে সবচেয়ে ভালো কাজ করবে, কোন শেডটি ত্বকের সাথে মানানসই হবে-এসব বিষয় গুগলে বেশি সার্চ করা হয়।

ট্যাটু কি ত্বকের জন্য ক্ষতিকর?: ট্যাটুর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানার জন্য মেয়েরা গুগলে অনুসন্ধান করেন। নিরাপদ ট্যাটু করানোর নিয়ম ও পরবর্তী যত্ন সম্পর্কেও তারা জানতে চান।

চুল দ্রুত লম্বা করার উপায়: চুলের যত্ন নিয়ে মেয়েরা সবসময়ই সচেতন। গুগলে তারা প্রাকৃতিক উপায়ে চুল দ্রুত লম্বা ও ঘন করার টিপস, ঘরোয়া হেয়ার মাস্ক এবং ডায়েট সম্পর্কেও সার্চ করেন।

* ত্বক ফর্সা করার কার্যকর উপায়: সৌন্দর্যের প্রতি বিশেষ আগ্রহ থাকায় মেয়েরা ত্বক ফর্সা ও উজ্জ্বল করার ঘরোয়া উপায় এবং কসমেটিকস সম্পর্কিত তথ্য গুগলে বেশি খোঁজেন। তবে প্রাকৃতিক পদ্ধতির দিকেই বেশি আগ্রহ দেখা যায়।

বিজ্ঞাপন

ইলিনয়ের ভলভো দ্বীপের রহস্য
৩০ অক্টোবর ২০২৫ ১৫:২৩

আরো

সম্পর্কিত খবর