Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মার্টফোনে ইন্টারনেট স্পিড বাড়াতে করণীয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৬ আগস্ট ২০২৫ ১৬:২৬

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবকিছুই ইন্টেরনেট নির্ভর। এই ইন্টেরনেট না থাকলে না ইন্টারনেটের স্পিড কমে গেলে অনলাইন ক্লাস, অফিসের জরুরি মেইল কিংবা ভিডিও কনফারেন্স- সবাইকেই ভোগান্তির শিকার হতে হয়। তবে কিছু সাধারণ সেটিংস পরিবর্তন এবং কার্যকর কিছু পদক্ষেপ নিলেই মোবাইল ইন্টারনেটের ধীরগতির সমস্যা দূর করা সম্ভব।

আসুন জেনে নেই স্মার্টফোনে ইন্টারনেট স্পিড বাড়ানোর উপায় …

ফোন রিস্টার্ট করা _

মোবাইল ধীরগতিতে কাজ করলে প্রথমেই ফোনটি রিস্টার্ট করে দেখতে পারেন। এতে অনেক সময় ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ, টেম্পোরারি বাগ এবং নেটওয়ার্ক সংযোগজনিত সমস্যা আপনা-আপনি সমাধান হয়ে যায়।

বিজ্ঞাপন

নেটওয়ার্ক মোড ঠিক করুন _

নেটওয়ার্ক সেটিংসে গিয়ে চেক করুন ফোনটি ৪জি বা ৫জি মোডে রয়েছে কি না। অনেক সময় ২জি বা ৩জি মোডে থাকলে ইন্টারনেট স্পিড অপ্রত্যাশিতভাবে কমে যায়।

পদ্ধতি:
Settings > Mobile Network > Preferred Network Type > Select 4G/5G

ফোন আপডেট দিন _

সফটওয়্যার আপডেট না দিলে ফোনের পারফরম্যান্স ও নেটওয়ার্ক উভয়ই প্রভাবিত হতে পারে। তাই ডিভাইসে কোনো আপডেট এলে দ্রুত সেটি ইনস্টল করে নিন।

ক্যাশ মেমোরি ও অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার _

মোবাইলের স্টোরেজ ভরে গেলে বা ক্যাশ জমে গেলে ফোন ধীরগতির হয়। ফলে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হয়।

পদ্ধতি:
Settings > Storage > Clear Cache/Data

ফ্লাইট মোড অন-অফ করুন _

হঠাৎ স্পিড কমে গেলে ফোনের ফ্লাইট মোড কয়েক সেকেন্ডের জন্য চালু করে আবার বন্ধ করুন। এতে নেটওয়ার্ক রিফ্রেশ হয়ে ইন্টারনেট গতিতে উন্নতি আসতে পারে।

ব্রাউজার পরিবর্তন করুন _

অনেক সময় ব্যবহৃত ব্রাউজারটি স্পিড কমানোর জন্য দায়ী হতে পারে। Chrome-এর বদলে Opera Mini, Firefox Lite ইত্যাদি হালকা ব্রাউজার ব্যবহার করে দেখতে পারেন।

স্পিড বুস্টিং অ্যাপ ব্যবহার _

Google Play Store-এ বেশ কিছু অ্যাপ রয়েছে যা মোবাইল ইন্টারনেট স্পিড বাড়াতে সহায়ক হতে পারে। তবে অ্যাপ ব্যবহারে সতর্ক থাকতে হবে-বিশ্বস্ত ও রেটিং ভালো এমন অ্যাপই ইনস্টল করা উচিত।

সারাবাংলা/এনএল/এএসজি

স্মার্টফোনে ইন্টারনেট স্পিড বাড়াতে করণীয়