Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রায়াল রুম থেকে হোটেল রুম— গোপন ক্যামেরার ভয়! বুঝবেন কীভাবে?

সানজিদা যুথি সিনিয়র নিউজরুম এডিটর
২৬ আগস্ট ২০২৫ ১৬:৪৩

সম্প্রতি রাজধানীর উত্তরায় এক কাপড়ের দোকানের ট্রায়াল রুমে নারীদের অজান্তে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন স্থানে হোটেলের ওয়াশরুম কিংবা রুম থেকে বারবারই গোপন ক্যামেরা উদ্ধার হওয়ার খবর সামনে এসেছে। প্রশ্ন জাগছে— আমরা আসলে কতটা নিরাপদ? আর এর থেকে রক্ষা পাওয়ার উপায়ই বা কী?

বিশেষজ্ঞরা বলছেন, আজকের যুগে ছোট্ট ডিভাইস দিয়েই খুব সহজে ভিডিও ধারণ করা যায়। কলম, চার্জার, হ্যাঙ্গার, এমনকি টিউবলাইট কিংবা স্ক্রু— এসবের মধ্যেও থাকতে পারে হিডেন ক্যামেরা। তাই কোথাও গেলে সতর্ক থাকা জরুরি।

গোপন ক্যামেরা আছে কিনা বোঝার কিছু উপায়…

আলোর প্রতিফলন খুঁজুন: রুমের আলো বন্ধ করে টর্চলাইট বা মোবাইলের ফ্ল্যাশ চালান। ক্যামেরার লেন্স সাধারণত আলো প্রতিফলিত করে চকচক করবে।

বিজ্ঞাপন

অসাধারণ বা অস্বাভাবিক জিনিস খেয়াল করুন: দেয়ালে অতিরিক্ত স্ক্রু, ধোঁয়া নির্ণায়ক, ঘড়ি, চার্জার বা শো-পিসে ছোট ছিদ্র থাকলে তা সন্দেহজনক হতে পারে।

মোবাইলের মাধ্যমে ধরা: অনেক সময় মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরায় রুম স্ক্যান করলে ইনফ্রারেড লাইট বা অস্বাভাবিক লাল দাগ ধরা পড়ে।

ওয়াই-ফাই/ব্লুটুথ স্ক্যান: বিশেষ কিছু অ্যাপ দিয়ে নেটওয়ার্ক স্ক্যান করলে আশেপাশে অচেনা ক্যামেরা বা ডিভাইস ধরা যেতে পারে।

আয়না পরীক্ষা করুন: ট্রায়াল রুমে আয়নায় হাত রাখুন। যদি আঙুলের ফাঁকে কোনো গ্যাপ না থাকে, তবে সেটি একমুখী আয়না হতে পারে— যার ওপারে কেউ দেখতে পারছে।

কী করবেন সন্দেহ হলে?

সঙ্গে সঙ্গে দোকান কর্তৃপক্ষ বা হোটেল ম্যানেজমেন্টকে জানান।

প্রয়োজনে ৯৯৯ বা স্থানীয় থানায় যোগাযোগ করুন। প্রমাণ সংগ্রহের চেষ্টা করুন— যাতে পরে আইনি ব্যবস্থা নেওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি যত উন্নত হচ্ছে, অপরাধীরা তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তবে সচেতন থাকলেই অনেক সময় এ ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব।

সারাবাংলা/এসজে/এএসজি
বিজ্ঞাপন

আরো

সানজিদা যুথি - আরো পড়ুন
সম্পর্কিত খবর