Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এয়ারপ্লেন মোডে কি ফোন দ্রুত চার্জ হয়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৭ আগস্ট ২০২৫ ১৭:৪২

বর্তমান সময়ে মোবাইল ঘিরেই যেন আমাদের সব কিছু। কিন্তু সেই স্মার্টফোনেই যখন চার্জ থাকে না তখন আমরা চার্জ করার দ্রুত যা যা পদ্ধতি আছে সেসব খুঁজে বের করার চেষ্টা করি। অনেকেই বলেন, চার্জ দেয়ার সময় ফোনকে এয়ারপ্লেন মোডে রাখা হয়, তাহলে চার্জিং কিছুটা দ্রুত হতে পারে।

আসুন জেনে নেই আসলেই কি এই কৌশল কার্যকরী কি না?

স্মার্টফোনটি ‘এয়ারপ্লেন মোড’ ছাড়া সাধারণ অবস্থায়, স্মার্টফোন সার্বক্ষণিক কাজ করে। অবিরাম সেল টাওয়ারের সঙ্গে যোগাযোগ, নেটওয়ার্ক সিগন্যাল সার্চিং এবং লোকেশন নির্ধারণের জন্য জিপিএস ব্যবহার।

বর্তমানে আধুনিক ফোনগুলোয় স্যাটেলাইটের বদলে নেটওয়ার্ক-ভিত্তিক ‘অ্যাসিস্টেড জিপিএস’ ব্যবহার করা হয়, যা ব্যাটারি দ্রুত খরচ করে। যখন আপনি ফোনকে এয়ারপ্লেন মোডে দেন, তখন সমস্ত রেডিও সিগন্যাল বন্ধ হয়ে যায়। ফলে ফোনটি কম শক্তি ব্যবহার করে এবং চার্জিংয়ের জন্য আরও বেশি শক্তি জমা হয়। ফলস্বরূপ, তুলনামূলক দ্রুত চার্জ হয়।

বিজ্ঞাপন

এদিকে, সম্প্রতি প্রযুক্তি বিষয়ক সাইট ‘হাও স্টাফ ওয়ার্কস’ ও মোবাইল সেবাদাতা ভেরাইজনের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, এই কৌশলটি কিছুটা কাজ করে। তবে এতে খুব বেশি খুশি হওয়ার কিছু নেই, কারণ এই সাশ্রয় খুব একটা বেশি নয়। প্রযুক্তি বিষয়ক সাইট সি-নেট কয়েক বছর আগে একটি পরীক্ষা চালিয়েছিল। তাদের ফলাফলে দেখা যায়, এয়ারপ্লেন মোডে চার্জ দিলে এক ক্ষেত্রে মাত্র ৪ মিনিট এবং অন্য ক্ষেত্রে সর্বোচ্চ ১১ মিনিট সময় বাঁচে।

সারাবাংলা/এনএল/এএসজি

এয়ারপ্লেন মোডে ফোন চার্জ