Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইক্রোসফটের একাধিক পণ্য ব্যবহারে সতর্কবার্তা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৭ আগস্ট ২০২৫ ১৮:৩৯

মাইক্রোসফটের বিভিন্ন পণ্যে গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। আর সেই ত্রুটিকে কাজে লাগিয়ে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি) এক সতর্কবার্তায় জানিয়েছে, ব্যবহারকারীরা যদি সময়মতো সফটওয়্যার আপডেট না করেন তবে হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও গোপন তথ্য চলে যেতে পারে। এমনকি সাইবার হামলার ফলে পুরো সিস্টেম বিকল হয়ে যেতে পারে।

সংস্থাটির মতে, মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম, অফিস স্যুট, ডায়নামিক্স, ব্রাউজার, ডেভেলপার টুলস, এসকিউএল সার্ভার, সার্ভার সফটওয়্যার, অ্যাজুর অ্যাপস এবং এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেটসহ বিভিন্ন সেবায় নিরাপত্তার ফাঁকফোকর রয়েছে। এই দুর্বলতাগুলো কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা ব্যবহারকারীর ব্যক্তিগত ও গোপন তথ্য চুরি করতে পারে। এমনকি বড় ধরনের হামলার মাধ্যমে কম্পিউটার সিস্টেম বিকল হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

বিজ্ঞাপন

সতর্কবার্তায় বলা হয়, মাইক্রোসফটের দুর্বলতা কেবল একটি বা দুটি সফটওয়্যারে সীমাবদ্ধ নয়। উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১-এর সব সংস্করণ, পাশাপাশি ওয়ার্ড, এক্সেল, আউটলুকসহ পুরো অফিস স্যুটও ঝুঁকির মধ্যে আছে। এ ছাড়া এক্সচেঞ্জ সার্ভার, মাইক্রোসফট এজ ব্রাউজার, মাইক্রোসফট ডিফেন্ডার, মাইক্রোসফট টিমস ও অ্যাজুরেও একই ধরনের ঝুঁকি বিদ্যমান।

সম্ভাব্য ক্ষতি _

এই দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর কম্পিউটার সিস্টেমের দখল নিতে পারে। ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং তথ্য বা গোপন নথি ফাঁস হয়ে যেতে পারে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারে সরকারি বা বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও।

করণীয় কী?

সিইআরটি ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে:

* সব সময় সর্বশেষ সফটওয়্যার সংস্করণ ব্যবহার করুন

* নতুন আপডেট পাওয়া মাত্রই ইনস্টল করুন

* নিয়মিত ডিভাইসের নিরাপত্তা সেটিংস পরীক্ষা করুন

* সন্দেহজনক ইমেল বা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন

সারাবাংলা/এনএল/এএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর