Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউটিউবে ভিউ বাড়াবে যে ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩০ আগস্ট ২০২৫ ১৬:০১

‘হাইপ’ নাম নতুন ফিচার চালু করেছে ইউটিউব। নতুন এই ফিচার ইউটিউবে ভিডিওর ভিউ এবং ফলোয়ার বাড়াবে। তবে এই সুবিধা থাকছে ছোট নির্মাতাদের জন্য। যা নতুন দর্শক ও ট্র্যাকশন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউটিউব এই বৈশিষ্ট্যটি প্রথম চালু করেছিল ‘মেড অন ইউটিউব’ ইভেন্টে এবং বর্তমানে এটি ভারতের পাশাপাশি জাপান, আমেরিকা, ব্রিটেন, ইন্দোনেশিয়া সহ মোট ৩৯টি দেশে চালু। এখন থেকে ভিডিওর লাইক বোতামের পাশে একটি নতুন বোতাম দেখা যাবে, যা চাপলে ভিডিওটি হাইপ করা যাবে। এটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য, যাদের ফলোয়ার সংখ্যা ৫ লক্ষের কম।

জানা গেছে, প্রতি সপ্তাহে দর্শকরা সর্বোচ্চ তিনটি ভিডিও হাইপ করতে পারবে। প্রতিটি হাইপের জন্য নির্দিষ্ট পয়েন্ট থাকবে, যা ভিডিওকে লিডারবোর্ডে স্থান দিতে সাহায্য করবে। যারা ভিডিও হাইপ করবেন, তাদের ‘হাইপ স্টার’ ব্যাজও প্রদান করা হবে। ব্যবহারকারীদের জন্য এমন একটি ফিল্টার থাকবে, যাতে তারা শুধুমাত্র হাইপ করা ভিডিওগুলো দেখতে পারে।

বিজ্ঞাপন

ইউটিউব এই ফিচারের মাধ্যমে ছোট নির্মাতাদের সমান সুযোগ দিতে চাচ্ছে। এর পাশাপাশি, এটি প্ল্যাটফর্মে আয় বৃদ্ধির সম্ভাবনা দেখছে। ভবিষ্যতে নির্মাতারা অর্থ প্রদান করে তাদের ভিডিওর জন্য অতিরিক্ত হাইপও কিনতে পারবে। ইউটিউব গেমিং এবং স্টাইল ক্যাটাগরিতেও হাইপ লিডারবোর্ড চালুর পরিকল্পনা করছে।

সারাবাংলা/এনএল/এএসজি

ইউটিউবে ভিউ বাড়াবে যে ফিচার