সম্প্রতি প্লে স্টোর থেকে একসাথে ৭৭টি ক্ষতিকর অ্যাপ সরিয়ে দিয়েছে গুগল।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্ক জানিয়েছে, শুধু ২০২৪ সালেই গুগল প্রায় ৪০ লাখ অ্যাপ সরিয়েছে। গড়ে প্রতিদিন ১১,০০০-এর বেশি অ্যাপ মুছে ফেলা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি বাদ পড়েছে তথ্য সুরক্ষা ও গোপনীয়তা লঙ্ঘনের কারণে।
এছাড়া, গত বছরই প্রায় ১,৫৫,০০০ নির্মাতা হিসাব (ডেভেলপার অ্যাকাউন্ট) বন্ধ করেছে গুগল।
সাইবার হুমকি গবেষণা প্রতিষ্ঠান জেডস্কেলার থ্রেটল্যাবস জানিয়েছে, অ্যানাটসা নামের ক্ষতিকর সফটওয়্যারের নতুন ধরন সম্প্রতি ৮৩১টিরও বেশি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানকে টার্গেট করেছে। তাদের মতে, গুগল যে ৭৭টি অ্যাপ সরিয়েছে, সেগুলো এই ক্ষতিকর সফটওয়্যার বহন করছিল।
জানা গেছে, অ্যাপ নির্মাতাদের জন্য গুগল আরও কঠোর নীতি প্রয়োগ করছে। সাইডলোডেড অ্যাপ (অফিসিয়াল স্টোরের বাইরে বিতরণ হওয়া অ্যাপ) এর ক্ষেত্রেও এখন কেবল অনুমোদিত নির্মাতারা সুযোগ পাবেন।
কোনো অ্যাপ প্লে স্টোর থেকে সরানো হলেও তা ব্যবহারকারীর ফোন থেকে নিজে নিজে মুছে যাবে না। তবে সেটি আর হালনাগাদ (আপডেট) পাবে না। যদি অ্যাপকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়, তবে গুগল প্লে প্রোটেক্ট ব্যবহারকারীকে সতর্ক করবে ও মুছে ফেলার পরামর্শ দেবে।