অফিসের কাজ হোক কিংবা বন্ধুদের সঙ্গে যোগাযোগ হোক সব কিছুর জন্যই আমরা নির্ভর করি বিভিন্ন অ্যাপের ওপর। আর সেই অ্যাপগুলোর অনেকটাই আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে গুগল। সম্প্রতি গুগল হাজির করেছে একেবারে নতুন ডিজাইন ভাষা- মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ। এটি এমন এক নকশা, যেখানে রঙের ব্যবহার হয়েছে সাহসীভাবে, বোতাম ও টগল সুইচগুলো হয়েছে আরও বড় ও স্পষ্ট। প্রযুক্তি বদলায় প্রতিনিয়ত। কিন্তু গুগলের এই পরিবর্তন স্পষ্ট করে দিচ্ছে যে ভবিষ্যতের ডিজিটাল জীবন হবে আরও রঙিন, আরও প্রাণবন্ত আর ব্যবহারবান্ধব।
গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১৬ এর বড় আপডেটের সঙ্গেই পুরো সিস্টেম জুড়ে এই ডিজাইন যুক্ত হবে।
গুগলের ক্রোম _
জুন মাসে প্রথম পরিবর্তনের ছোঁয়া আসে ক্রোম ব্রাউজারে। আগে ট্যাব গ্রুপ আলাদা করতে কেবল ছোট একটি বিন্দু ব্যবহার করা হতো। এখন পুরো ট্যাব গ্রুপকেই রঙে সাজানো সম্ভব হচ্ছে। ফলে একই সময়ে একাধিক কাজ করার সময় ব্যবহারকারীর বিভ্রান্তি অনেকটাই কমবে।
ফাইলস বাই গুগল _
মে মাসে টেস্ট সংস্করণে ফাইলস অ্যাপে যুক্ত হয় নতুন ধরনের বোতাম ও ঢেউ খেলানো প্রগ্রেস বার। তখনও মূল ইন্টারফেস অপরিবর্তিত ছিল। তবে এসব পরিবর্তন দেখে বোঝা যাচ্ছে গুগল ভবিষ্যতে অ্যাপটিকে আরও প্রাণবন্ত রূপে সাজাতে যাচ্ছে।
জিমেইল _
গুগলের সবচেয়ে ব্যবহৃত অ্যাপগুলোর একটি হলো জিমেইল। জুনে এই অ্যাপে যুক্ত হয় আরও বোল্ড রঙ ও গোলাকার কোণা। ওয়্যার ওএস সংস্করণে ঘড়ির গোলাকার স্ক্রিনের সঙ্গে মানিয়ে যায় এমন বোতামও যুক্ত হয়েছে। ফলে ছোট স্ক্রিনেও ব্যবহার আরও সহজ হয়েছে।
গুগল অ্যাপ _
গুগল অ্যাপের সার্চ ফিডে যুক্ত হয়েছে নতুন গ্রেডিয়েন্ট হেডার। ফলাফল আপডেট হওয়ার সময় গোলাকার প্রগ্রেস বারও চোখে পড়ছে। যদিও সব ব্যবহারকারীর কাছে এটি পৌঁছায়নি, তবে পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট।
গুগল ক্লক _
ঘড়ি অ্যাপে বড় ধরনের রঙিন পরিবর্তনের ইঙ্গিত গুগল আগেই দেখিয়েছিল। তবে বাস্তবে এসেছে তুলনামূলক সূক্ষ্ম কিছু পরিবর্তন। নতুন সংস্করণে লেখা আরও গাঢ় হয়েছে এবং টগল সুইচগুলো অন ও অফ অবস্থায় সহজে আলাদা করা যাচ্ছে।
গুগল কিপ _
জুনে ওয়্যার ওএস সংস্করণে কিপ অ্যাপে যুক্ত হয় বড় প্লাস বোতাম আর চেকলিস্ট সম্পন্ন হলে অ্যানিমেশন। মাসের শেষ দিকে মোবাইল সংস্করণেও নতুন রঙ আর আইকন এসেছে। এতে নোট নেওয়ার অভিজ্ঞতাই হয়ে উঠছে আরও প্রাণবন্ত।
গুগল ম্যাপস _
ওয়্যার ওএস সংস্করণে জুনে বোল্ড বোতাম আর স্পষ্ট আইকন যুক্ত হয়েছে। ছোট স্ক্রিনে নেভিগেশন বুঝতে আরও সহজ হয়েছে। যদিও মোবাইল সংস্করণে এখনো বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।
গুগল মিট _
মিট অ্যাপের নতুন সংস্করণ টেস্ট পর্যায়ে দেখা গেছে। এতে বোতামগুলো আরও বড় হয়েছে, বিন্যাস বদলেছে। ভিডিও কনফারেন্সিংয়ের সময় দ্রুত ও স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য এসব পরিবর্তন ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াবে বলেই আশা করা হচ্ছে।
গুগল মেসেজেস _
জুনে শুরু হওয়া পরিবর্তনে মেসেজেস অ্যাপের টাচ টার্গেট বড় হয়েছে। বোল্ড রঙের ব্যবহার বাড়ানো হয়েছে। ইমোজি পিকারে এসেছে নতুন রূপ। ফলে কথোপকথন হয়েছে আরও রঙিন।
গুগল ফটোস _
মে মাসে ফ্ল্যাগ চালু করে দেখা যায় স্মৃতিচারণ ফিচারের ছবিগুলো রঙিন ফ্রেমে সাজানো হচ্ছে। বর্তমানে কেবল সাধারণ লেখা দেখা যায়। তবে নতুন রূপ আসলে ব্যবহারকারীরা স্মৃতি ভাগাভাগি করার সময় আরও আনন্দ পাবেন।
গুগল ক্যালেন্ডার _
ক্যালেন্ডার অ্যাপে এসেছে নতুন টগল, গুগল স্যান্স ফ্লেক্স ফন্ট এবং দ্রুত জন্মদিন যোগ করার জন্য নতুন বোতাম। ওয়্যার ওএস সংস্করণে বোতামগুলো গোলাকার আকারে ঘড়ির স্ক্রিনে মানিয়ে গেছে। এতে সময় ব্যবস্থাপনা আরও সহজ হবে।
গুগল ওয়ালেট _
জুনের শেষ দিকে ওয়ালেট অ্যাপে বড় টাচ টার্গেট ও গোলাকার কনটেইনার যুক্ত হয়েছে। এ পরিবর্তনের জন্য প্লে সার্ভিস আপডেটও প্রয়োজন ছিল যা এখন সবার কাছে পৌঁছেছে। এতে লেনদেন ও পেমেন্টের অভিজ্ঞতা হবে আরও স্বাচ্ছন্দ্যময়।
ফোন অ্যাপ _
জুনে গুগল আনুষ্ঠানিকভাবে ফোন অ্যাপের পরিবর্তন ঘোষণা করে। কলের সময় কনট্যাক্ট ছবিতে নতুন বর্ডার এসেছে। সবচেয়ে বড় পরিবর্তন হলো কল রিসিভ বা বাতিল করার নতুন উপায়। এখন আঙুল বাম বা ডানে সরিয়েই কল গ্রহণ বা প্রত্যাখ্যান করা যাবে। ব্যবহারকারীর প্রতিক্রিয়ার ভিত্তিতেই এটি আনা হয়েছে, যাতে দুর্ঘটনাবশত ভুল সিদ্ধান্ত না হয়।
পিক্সেল ক্যামেরা _
সেটিংস পেজে নতুন ডিজাইনের ইঙ্গিত মিলেছে। এখনও প্রকাশিত হয়নি তবে ভবিষ্যতের সংস্করণে দ্রুতই দেখা যেতে পারে।
প্লে স্টোর _
জুনে প্লে স্টোরে ক্যাটাগরি আইকনগুলো বড় ও রঙিন হয়েছে। আগে সাদা-কালো আইকন থাকায় এক নজরে আলাদা করা কঠিন ছিল। নতুন ডিজাইনে এটি অনেকটাই সহজ হয়েছে।
এখনও অপেক্ষায় যে অ্যাপগুলো _
সব অ্যাপেই এখনও মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ আসেনি। বিশেষ করে গুগল ডকস, ইউটিউব, ইউটিউব মিউজিকের মতো জনপ্রিয় অ্যাপগুলো এখনও পুরনো রূপেই রয়েছে। তবে গুগলের লক্ষ্য স্পষ্ট যে, ধাপে ধাপে পুরো ইকোসিস্টেমকে নতুন সাজে সাজানো।
সূত্র: অ্যান্ড্রয়েড পলিসি