Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্যাটেলাইট প্রযুক্তির নতুন বিশ্বের প্রথম স্মার্টওয়াচ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৯

গারমিন নতুন ফিনিক্স ৮ প্রো স্মার্টওয়াচ উন্মোচন করেছে। এটি বিশ্বের প্রথম স্মার্টওয়াচ যাতে রয়েছে ইনরিচ স্যাটেলাইট প্রযুক্তি। এই প্রযুক্তি Apple Watch-এ এখনো আসেনি।

এই স্মার্টওয়াচে ব্যবহারকারীরা এখন সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে বার্তা পাঠাতে ও গ্রহণ করতে পারবেন।

আসুন জেনে নেই কিভাবে কাজ করে এই স্যাটেলাইট প্রযুক্তির স্মার্টওয়াচ…

ফিনিক্স ৮ Pro সরাসরি স্যাটেলাইট নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করে। এটি LTE নেটওয়ার্কের সাথেও কাজ করে। ব্যবহারকারীরা দূরবর্তী অঞ্চলে থেকে SOS Alert পাঠাতে পারবেন। তারা Location আপডেট ও টেক্সট মেসেজও পাঠাতে পারবেন।

স্যাটেলাইট সংযোগের জন্য মাসিক $৭.৯৯ সাবস্ক্রিপশন ফি দিতে হবে। তবে ৩০ দিনের ফ্রি ট্রায়ালও দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ডিসপ্লে ও ব্যাটারি লাইফ

এই স্মার্টওয়াচ series-এ দুটি ডিসপ্লে অপসন আছে। AMOLED মডেলের Peak Brightness ৪,৫০০ নিটস, যা Market-এর। MicroLED মডেলটিও উচ্চমানের ডিসপ্লে দেয়।

এর ব্যাটারি লাইফ ২৭ দিন পর্যন্ত। MicroLED মডেলটি ১০ দিন চলবে। দুটি মডেলই Dive-rated durability সহ ডিজাইন করা হয়েছে।

এই স্মার্টওয়াচ Apple Watch Ultra Series-এর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ।

সারাবাংলা/এনএল/এএসজি

স্যাটেলাইট প্রযুক্তির নতুন বিশ্বের প্রথম স্মার্টওয়াচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর