Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালো, সাদা নাকি লাল, কোন রঙের ফোন বেশি টেকসই?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৮

কেউ কালো, কেউ সাদা, আবার কেউ নীল বা গোল্ডেন রঙের ফোন পছন্দ করেন। আর তাই স্মার্টফোন কেনার সময় অনেকেই ব্র্যান্ড, ফিচার ও দামের পাশাপাশি রঙের বিষয়েও সমান গুরুত্ব দেন। তবে ফোনের রঙ কি আসলেই তার টেকসই হওয়ার ওপর প্রভাব ফেলে?

আসুন জেনে নেই, ফোনের রঙ কি আসলেই তার টেকসই হওয়ার ওপর প্রভাব ফেলে কিনা-

গবেষণা ও ব্যবহারকারীর অভিজ্ঞতা অনুযায়ী জানা গেছে, ফোনের রঙ মেকানিক্যাল টেকসইতায় বড় কোনো ভূমিকা রাখে না। তবে দাগ-ছোপ, আঙুলের ছাপ ও স্ক্র্যাচ লুকানো এবং ফোনকে দীর্ঘদিন নতুনের মতো দেখানোর ক্ষেত্রে রঙ একটি গুরুত্বপূর্ণ বিষয়। মূলত ফোনের বডি মেটেরিয়াল, গ্লাসের মান এবং প্রটেকশন কভারই বেশি গুরুত্বপূর্ণ। তবে দৈনন্দিন ব্যবহারের জন্য কালো বা ডার্ক রঙের ফোন তুলনামূলকভাবে বেশি টেকসই মনে হয়, কারণ এতে দাগ-ছোপ ও স্ক্র্যাচ সহজে বোঝা যায় না।

বিজ্ঞাপন

কোন রঙে দাগ-ছোপ কম দেখা যায় _

* কালো, নীল বা ডার্ক গ্রে ফোন- গাঢ় রঙ হওয়ায় দাগ, আঙুলের ছাপ ও ছোটখাটো স্ক্র্যাচ সহজে বোঝা যায় না। ফলে দীর্ঘদিন ফোনটি নতুনের মতো লাগে।

* সাদা বা সিলভার ফোন – হালকা রঙের কারণে দ্রুত ময়লা ও স্ক্র্যাচ দৃশ্যমান হয়।
সূর্যালোক ও রঙ ফিকে হওয়ার প্রভাব

* হালকা রঙের ফোনে ফেডিং সমস্যা তুলনামূলকভাবে কম দেখা যায়।

ব্যবহারকারীর অভিজ্ঞতা _

* কালো/ডার্ক ফোন – স্টাইলিশ লুক, দাগ কম দেখা যায়, তবে ধুলা সহজে ধরা পড়ে।
* সাদা/সিলভার ফোন – স্মার্ট লুক দিলেও স্ক্র্যাচ ও ময়লা দ্রুত বোঝা যায়।
* গোল্ডেন/রঙিন ফোন – আভিজাত্য যোগ করে, তবে বেশি ব্যবহারে রঙ কিছুটা চটে যেতে পারে।

সারাবাংলা/এনএল/এএসজি

কোন রঙের ফোন বেশি টেকসই?

বিজ্ঞাপন

জাতীয় খো খো-তে আনসারের শিরোপা জয়
৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৮

আরো

সম্পর্কিত খবর