Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেইসবুকে ভিন্ন রূপে ‘পোক’ ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪১

ফেইসবুকের জনপ্রিয় ফিচার ‘পোক’ এবার ভিন্ন আকারে ফিরিয়ে আনলো মেটা। শুধু পোক করায় সীমাবদ্ধ না থেকে, ব্যবহারকারীদের মধ্যে বাড়তি এনগেজমেন্ট তৈরির জন্য যুক্ত করা হয়েছে পোক কাউন্ট।

ফেইসবুকের শুরুর দিকে অন্যতম জনপ্রিয় ফিচার এই ‘পোক’ ছিল বন্ধুদের দৃষ্টি আকর্ষণের সবচেয়ে সহজ উপায়। তরুণদের মধ্যে আবারও এর ব্যবহার বেড়ে যাওয়ায় ফিচারটি নতুনভাবে সামনে এনেছে ফেইসবুক।

এখন ব্যবহারকারীরা সরাসরি কারও প্রোফাইল থেকে ‘পোক’ বাটন চাপতে পারবেন। প্রাপক তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন পাবেন। নির্দিষ্ট পাতায় গিয়ে দেখা যাবে কে কাকে পোক করছে, কতবার করছে, এবং এর সাথে প্রতিবার একটি কাউন্ট যুক্ত হবে। এছাড়া, যাদের কাছে পোক ভালো না লাগে, তারা চাইলে এটি উপেক্ষা করতে পারবেন।

বিজ্ঞাপন

মেটার দাবি, পোক পেইজ ২০২৪ সালের মার্চে সার্চের মাধ্যমে সহজে খুঁজে পাওয়ার সুবিধা চালু করার পর মাত্র এক মাসে পোক ব্যবহার ১৩ গুণ বেড়েছে। এখন বন্ধু তালিকায় পোক করার সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন আইকন দেখা যাবে, যেমন আগুনের ইমোজি বা ১০০ চিহ্ন।

যদিও ফেইসবুক এখনো স্পষ্টভাবে ব্যাখ্যা দেয়নি কেন পোক ব্যবহার করা হয়। কারও কাছে এটি মনোযোগ আকর্ষণের মাধ্যম, কারও কাছে খুনসুটির উপায়, আবার কারও কাছে নিছক মজা—সবটাই ব্যবহারকারীর ওপর নির্ভর করছে।

প্রযুক্তি সাইট ভার্জের মতে, ‘পোক’ হয়তো স্ন্যাপচ্যাটের স্ট্রিকসের মতো জনপ্রিয় না হলেও, মেটা স্পষ্ট করেছে যে তারা ফেইসবুকের এনগেজমেন্ট বাড়াতে নতুন কৌশল খুঁজছে।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর