ভুলভাবে চার্জ দেওয়ার কারণে আপনার শখের স্মার্টফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। আমরা অনেকেই হয়তো জানিই না, ফোন চার্জ দেওয়ার সঠিক নিয়ম ও সময় কখন।
অনেকে প্রায়ই অল্প চার্জ শেষ হলেই আবার চার্জারে বসান, আবার কেউ পুরোপুরি ডিসচার্জ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। এতে ব্যবহারকারীরা বিভ্রান্তিতে পড়েন, ঘনঘন চার্জ দিলে বা সম্পূর্ণ চার্জ করলে ব্যাটারির ক্ষতি হয় কি না।
ফোন চার্জ দেয়ার সঠিক নিয়ম
সারাদিন ফোন ব্যবহার করলেও সবসময় ১০০ শতাংশ চার্জ করার প্রয়োজন নেই। বরং ফোনকে পুরোপুরি চার্জ করা ব্যাটারির জন্য ভালো নয়। ফোনের ব্যাটারি ৮০-৯০ শতাংশ পর্যন্ত চার্জ করলেই যথেষ্ট। আবার একেবারে শূন্যতে নামিয়ে চার্জ দেয়াও ক্ষতিকর।
তাই সঠিক নিয়ম হলো ব্যাটারি যখন ২০ শতাংশে নেমে আসে, তখন চার্জ দিতে হবে এবং ৮০ শতাংশের মধ্যে রাখাই উত্তম।