আজ থেকে আটটি জনপ্রিয় পণ্যের বিক্রি বন্ধ করে দিচ্ছে অ্যাপল। এর মধ্যে রয়েছে চারটি আইফোন, তিনটি অ্যাপল ওয়াচ এবং একটি এয়ারপডস মডেল।
অ্যাপল তাদের প্রোডাক্ট লাইনআপে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স– এই চারটি মডেল সরিয়ে নিচ্ছে বাজার থেকে। একইসঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ ১০, অ্যাপল ওয়াচ আলট্রা ২, এবং অ্যাপল ওয়াচ এসই (দ্বিতীয় প্রজন্ম) মডেলগুলোকেও বিদায় জানাচ্ছে টেক জায়ান্টটি।
এছাড়া অ্যাপলের ওয়্যারলেস অডিও ডিভাইসের মধ্যে জনপ্রিয় এয়ারপডস প্রো ২ মডেলটিও বাদ পড়ছে প্রোডাক্ট তালিকা থেকে।
অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট এবং নিজস্ব স্টোর থেকে এই মডেলগুলো আর কেনা যাবে না। তবে, যেসব খুচরা বিক্রেতার কাছে এখনো কিছু ইউনিট মজুত রয়েছে, সেগুলো সীমিত সময়ের জন্য বাজারে পাওয়া যেতে পারে।
তথ্যসূত্র: মিন্ট।