Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎হোয়াটসঅ্যাপে এলো নিজের পছন্দ অনুযায়ী ভিডিও ব্যাকগ্রাউন্ডের ফিচার

‎‎তথ্য‎প্রযুক্তি ডেক্স
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯

‎হোয়াটসঅ্যাপে ভিডিও কল ও ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করতে যুক্ত হলো এআই ফিচার।

‎হোয়াটসঅ্যাপে আগে, নির্দিষ্ট কিছু পূর্বনির্ধারিত ব্যাকগ্রাউন্ড থেকে বেছে নেওয়ার সুযোগ থাকলেও, এবার মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যবহারকারীরা নিজের ইচ্ছেমতো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। কয়েকটি শব্দ লিখলেই নির্দেশনা অনুযায়ী তৈরি হবে একক ছবি, যা তাৎক্ষণিকভাবে ভিডিও কল বা ক্যামেরায় ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যাবে।

‎জানা গেছে, নতুন ফিচারটি ব্যবহার করতে কোনো বাইরের অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না। শুধু ক্যামেরা ওপেন করে কল প্রভাব বোতামে চাপতে হবে, তারপর ব্যাকগ্রাউন্ড বিকল্পে গিয়ে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করুন’ নির্বাচন করলেই হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হবে নতুন ব্যাকগ্রাউন্ড, যা ভিডিও কলেও কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

‎এ বিষয়ে, হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচার যোগ হলেও কল ও বার্তার নিরাপত্তায় কোনো প্রভাব পড়বে না। আগের মতোই সবকিছু প্রান্ত-থেকে-প্রান্ত এনক্রিপশনের (End-to-End Encryption) মাধ্যমে সুরক্ষিত থাকবে।

‎বর্তমানে সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। ধাপে ধাপে সারা বিশ্বে এই ফিচার চালু করা হবে।

সারাবাংলা/এনএল/এএসজি

হোয়াটসঅ্যাপ

বিজ্ঞাপন

এই পূজায় ‘রঘু ডাকাত’ হয়ে আসছে দেব
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৩

আরো

সম্পর্কিত খবর