Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইফোন ১৭ সিরিজ উন্মোচন করলো অ্যাপল

‎‎তথ্য‎প্রযুক্তি ডেক্স
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৪

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল আইফোন সেভেনটিনসহ অন্যান্য নতুন মডেলের পণ্য উন্মোচন করেছে। এবারের সিরিজের আকর্ষণ আইফোন সেভেনটিন এয়ার। যা এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা ফোন বলে জানা গেছে। এছাড়া অ্যাপল ওয়াচ আলট্রা থ্রি এর নতুন মডেলে থাকছে দ্রুত চার্জিং, স্যাটেলাইট সাপোর্ট, ফাইভ-জি সংযোগ ও বড় স্ক্রিন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে একটি বার্ষিক অনুষ্ঠানে নতুন পণ্য প্রকাশ করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

আইফোন সেভেনটিন, সেভেনটিন প্রো ও সেভেনটিন প্রো ম্যাক্সের সঙ্গে এ বছর নতুন যুক্ত হয়েছে আলোচিত আইফোন সেভেনটিন এয়ার। আগের প্লাস মডেলের স্থলাভিষিক্তি হয়েছে এ ফোনটি। অন‍্যান‍্য মডেলেও আনা হয়েছে বৈচিত্র্যময় পরিবর্তন। মাত্র ৫ দশমিক ৫ মিলিমিটার পাতলা ফোনটিতে থাকছে ৬ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লে ও একক রেয়ার ক্যামেরা। প্রায় ১৪৫ গ্রাম ওজনের বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন হিসেবে আত্মপ্রকাশ করা এ ফোন নিয়ে ক্রেতাদের কৌতূহল তুঙ্গে।

বিজ্ঞাপন

আইফোন ১৭-এর দাম শুরু হচ্ছে ৭৯৯ ডলার থেকে। আইফোন ১৭ এয়ার পাওয়া যাবে ৯৯৯ ডলারে, আইফোন ১৭ প্রো ১,০৯৯ ডলারে এবং প্রো ম্যাক্স ১,১৯৯ ডলার থেকে। ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার নেওয়া হবে এবং ১৯ সেপ্টেম্বর থেকে বাজারে মিলবে নতুন সিরিজ।

আইফোন সেভেনটিন এর পাশাপাশি উন্মোচন হয়েছে অ্যাপলের অন্যান্য পণ্যও। অ্যাপল ওয়াচ আলট্রা থ্রির নতুন মডেলে থাকছে দ্রুত চার্জিং, স্যাটেলাইট সাপোর্ট, ফাইভ-জি সংযোগ ও বড় স্ক্রিন। অন্য যেকোনো ডিভাইসের চেয়ে বেশি ঝকঝকে ও ২৪ ঘণ্টার ব্যাটারি লাইফ সুবিধা নিয়ে বাজারে এসেছে অ্যাপল ওয়াচ সিরিজ ইলেভেন। অ্যাপল ওয়াচে নতুন স্লিপ কোর ফিচার যার মাধ্যমে ব্যবহারকারী জানতে পারেন তার ঘুমের মান কেমন।

ঘোষণা করা হয়েছে নতুন নকশা, ছোট আকারের ইয়ারবাড, পাতলা চার্জিং কেস ও স্পর্শনির্ভর বা টাচ সেনসিটিভ এয়ারপডস প্রো থ্রিও। অ্যাপল বলছে, এয়ারপডস প্রো থ্রি তে রয়েছে বিশ্বের সেরা ‘অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন’।

এছাড়াও অ্যাপল উন্মোচন করেছে ফাইনাল কাট ক্যামেরা ২.০। এতে যুক্ত হয়েছে ProRes RAW, Genlock, Open Gate Recording ও টাইম কোড ফিচার। বিশেষ করে আইফোন ১৭ প্রো সিরিজের জন্য এটি হবে আরও কার্যকর।

সারাবাংলা/এনএল/এএসজি

আইফোন আইফোন সেভেনটিন এয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর