Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুলে ডিলিট হওয়া জি-মেইল ফিরে পাওয়ার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫১

অনেক সময় দেখা যায়, অনেকেই একসঙ্গে অনেক মেইল ডিলিট করতে গিয়ে দরকারি মেইলও ডিলিট করে ফেলে। ব্যাংকিং তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের লগইন, অফিসিয়াল ডকুমেন্টসহ নানা সংবেদনশীল তথ্য থাকায় পড়ে যান দুশ্চিন্তায়। তবে চিন্তার কিছু নেই, খুব সহজেই এই মেইল ফিরে পাওয়া যায়।

আসুন জেনে নেই, ভুলে ডিলিট হওয়া জি-মেইল ফিরে পাওয়ার উপায় …

• জি-মেইলের সব মুছে ফেলা ই-মেইল ৩০ দিনের জন্য ট্র্যাশ ফোল্ডারে থাকে। এই সময়ের মধ্যে, আপনি সহজেই সেগুলো পুনরুদ্ধার করতে পারেন।

• আপনি যে কোনো জায়গা থেকে এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারেন-মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট বা ডেস্কটপ। তবে ট্রাশ যদি আগেই ক্লিয়ার করে ফেলেন তাহলে আর কিছু পাবেন না। ট্রাশ একবার ক্লিয়ার করলে মেইল আর ফিরে পাওয়ার কোনো উপায় নেই।

বিজ্ঞাপন