সিনেমা, গান কিংবা নাটক একসাথে বিনোদনের সব কিছুর জন্য বর্তমানে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। ভিডিও দেখার পাশাপাশি অনেকেই আবার ইউটিউব থেকে মাসে লাখ লাখ টাকা আয়ও করছেন।
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ও আয় বাড়াতে কিছু টিপস মেনে চলতে হয়। আসুন জেনে নেই
সাবস্ক্রাইবার ও আয় বাড়ানোর কিছু টিপস-
* প্রতিদিন ছোট ভিডিও পোস্ট করুন।
* প্রতিটি ভিডিওর থাম্বনেইল আকর্ষণীয় হতে হবে। যেন মানুষ থাম্বনেইল দেখেই ভিডিওটিতে ক্লিক করে।
* সবসময় উচ্চ মানের কন্টেন্ট আপলোড করার চেষ্টা করুন।
* আপনার চ্যানেল অপ্টিমাইজ করুন।
* যে ভিডিওই আপলোড করছেন না কেন, তার ধারাবাহিকতা বজায় রাখুন।
* চ্যানেল প্রচার করুন। তার জন্য স্টোরি দিন। ভিডিও আপলোডের সময় জানিয়ে রাখুন। আপলোডের পরে মানুষের থেকে ফিডব্যাক জানতে চান।
* চেষ্টা করুন ক্লিয়ার ভিডিও দিতে এবং আপনার ভিডিওতে যা দেখাচ্ছেন তা যেন পরিপাটি হয়।
যেমন ধরুন আপনি ডেইলি ভ্লগ দিচ্ছেন, আপনি আপনার ঘরের যে জায়গাগুলো দেখাচ্ছেন তা যেন গোছানো এবং পরিপাটি হয়। এবং সেই সঙ্গে আপনার ভিডিও যেন ক্রিস্টাল ক্লিয়ার হয়। এতে ভিডিওর প্রতি মানুষের আগ্রহ বাড়বে।