Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাতেও এআই সার্চ চালু করল গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৯ অক্টোবর ২০২৫ ১৮:০৫ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ১৮:৫২

এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত অনুসন্ধান ব্যবস্থা পাওয়া যাবে বাংলাসহ আরও সাতটি স্থানীয় ভাষায়। ভাষাগুলো হলো – বাংলা, কন্নড়, মালয়ালম, মারাঠি, তামিল, তেলুগু এবং উর্দু। এর ফলে ব্যবহারকারীরা এখন নিজেদের মাতৃভাষায় যেকোনো জটিল প্রশ্ন করতে পারবেন এবং বিস্তারিত, প্রাসঙ্গিক উত্তরও পাবেন সঙ্গে সঙ্গে।

গুগল জানিয়েছে, ভারতে এআই মোড চালু হওয়ার পর ব্যবহারকারীদের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক। অনেকে এটি ব্যবহার করছেন পড়াশোনা, লেখালেখি, পণ্যের তুলনা ও ভ্রমণ পরিকল্পনার কাজে।

নতুন প্রযুক্তি ‘জেমিনি’ মডেলে

নতুন ভাষাগুলোর জন্য গুগল ব্যবহার করছে নিজস্ব ‘জেমিনি’ নামের মডেল। এটি শুধু শব্দ অনুবাদ করে না, বরং স্থানীয় ভাষার সূক্ষ্মতা ও কথার প্রেক্ষাপটও বুঝতে পারে। নতুন এই ভাষাগুলোর কার্যক্রম আগামী সপ্তাহ থেকে ধাপে ধাপে চালু হবে।

বিজ্ঞাপন

নতুন সংযোজন ‘সার্চ লাইভ’

‘সার্চ লাইভ’ নামে নতুন সুবিধা চালু করেছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা কণ্ঠস্বর ও ক্যামেরার সাহায্যে গুগলের সঙ্গে সরাসরি কথোপকথনের মতো অভিজ্ঞতা পাবেন।

ভারতের বাইরে প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের পর ‘সার্চ লাইভ’ চালু হচ্ছে ভারতে। প্রাথমিকভাবে এটি ইংরেজি ও হিন্দি ভাষায় পাওয়া যাবে। গুগল জানিয়েছে, নতুন এই ফিচার বিশেষভাবে কার্যকর হবে ঘরোয়া কাজ, সমস্যা সমাধান, শিক্ষার্থীদের প্রজেক্ট এবং ভ্রমণ পরিকল্পনার ক্ষেত্রে।

ধাপে ধাপে চালু

‘সার্চ লাইভ’ আজ থেকেই ধাপে ধাপে দেশজুড়ে ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে। ব্যবহারকারীরা চাইলে গুগল অ্যাপ খুলে অনুসন্ধান বারের নিচে থাকা ‘লাইভ’ আইকনে চাপ দিতে পারেন অথবা গুগল লেন্সে গিয়ে ‘লাইভ’ বিকল্পটি বেছে নিতে পারেন। জানা গেছে, নতুন এই আপডেটগুলোর ফলে ভারতে গুগল অনুসন্ধান আরও কথোপকথনধর্মী, প্রাসঙ্গিক ও ব্যবহারবান্ধব হবে।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর