Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফলোয়ার ছাড়াই ফেসবুক থেকে আয় করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১ অক্টোবর ২০২৫ ১৪:৩০ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৫:১৭

এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা ফলোয়ার না থাকলেও আয়ের সুযোগ পাবেন। ফেসবুক জানিয়েছে, নতুন নির্মাতাদের শুরুটা প্রায়শই কঠিন হয়ে পড়ে। তাই যারা ইউটিউব, টিকটক বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ভিডিও তৈরি করেন, তারা সরাসরি ফেসবুকে মনিটাইজেশনের আবেদন করতে পারবেন। এজন্য কনটেন্ট নির্মাতাকে তার সক্রিয় প্রোফাইল বা চ্যানেলের লিংক জমা দিতে হবে।

আবেদনের ধাপগুলো হলো-

প্রথমে অন্য সোশ্যাল মিডিয়ার (যেমন ইউটিউব বা টিকটক) লিংক কপি করতে হবে। এরপর ফেসবুকে প্রোফাইল বা পেজ থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। সেখানে Monetization → I’m interested অপশন বেছে নিয়ে নির্ধারিত ফর্মে তথ্য ও লিংক জমা দিলেই আবেদন সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

এরপর ফেসবুক আবেদনটি রিভিউ করবে। প্রক্রিয়াটি কয়েক ঘণ্টা বা কয়েক দিন সময় নিতে পারে। অনুমোদন পেলে ফলোয়ার সংখ্যা কম হলেও মনিটাইজেশনের সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ নতুন প্রোফাইল বা পেজ থেকেও আয়ের পথ খুলবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর