Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে বড় পরিবর্তন!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২ অক্টোবর ২০২৫ ১৪:০৬

কনটেন্ট সুপারিশ প্রযুক্তি বা ‘রিকমেন্ডেশন ইঞ্জিন’ নতুনভাবে সাজিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী আরও বেশি প্রাসঙ্গিক রিলস দেখতে পাবেন।

মেটার তথ্যমতে, ফেসবুককে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করে তুলতে চলতি বছরেই একাধিক পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। চলতি বছরের শুরুর দিকে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, তিনি চান পুরোনো দিনের ফেসবুকের অভিজ্ঞতা ফিরিয়ে আনতে যেখানে ব্যবহারকারীদের মধ্যে সংযোগ ও যোগাযোগই ছিল মূল শক্তি। সেই লক্ষ্যেই ভিডিও কনটেন্ট ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনা হচ্ছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, এসব পরিবর্তনের ফলে ফেসবুক এখন টিকটকসহ অন্যান্য স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে আরও কার্যকরভাবে প্রতিযোগিতা করতে পারবে।

নতুন পরিবর্তনের অংশ হিসেবে ফেসবুকে একই দিনে প্রকাশিত ভিডিও প্রদর্শনের সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ব্যবহারকারীরা সাম্প্রতিক ও প্রাসঙ্গিক ভিডিও বেশি দেখতে পারবেন।

পাশাপাশি যুক্ত করা হয়েছে ‘ফ্রেন্ড বাবল’ নামের নতুন একটি ফিচার। ভিডিওর নিচের বাঁ কোণে দেখা যাবে, কোনো বন্ধু সেই ভিডিওতে লাইক দিয়েছেন কি না। চাইলে সেই বাবলে ট্যাপ করে বন্ধুর সঙ্গে সরাসরি প্রাইভেট চ্যাটে কথাও বলা যাবে।

এক বিবৃতিতে মেটা জানিয়েছে, বন্ধুদের লাইক দেখা সব সময়ই ফেসবুকের অভিজ্ঞতার মূল অংশ ছিল। আমরা এখন এমন ফিচার আনছি, যা ব্যবহারকারীদের সেই পুরোনো ফেসবুক অভিজ্ঞতায় ফিরিয়ে নিয়ে যাবে।

সারাবাংলা/এনএল/এএসজি

ফেসবুকে বড় পরিবর্তন