Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিমেইলের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫ ১৪:০৪

অফিসিয়াল হোক কিংবা ব্যক্তিগত সব কাজেই জিমেইল এখন বেশ প্রয়োজনীয়। তবে হটাৎ করে পাসওয়ার্ড ভুলে গেলে অনেককেই পড়তে হয় বিপাকে। ব্যবহারকারী কিছু ধাপ অনুসরণ করে জিমেইলের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড ফিরিয়ে আনা সম্ভব।

আসুন জেনে নেই জিমেইলের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন _

যদি পাসওয়ার্ড মনে না থাকে, তাহলে প্রথমে গুগলের অ্যাকাউন্ট রিকভারি ওয়েবসাইটে যান। সেখানে আপনার জিমেইল ঠিকানা লিখে ‘এন্টার’ চাপুন। এরপর পূর্বে ব্যবহৃত কোনো পাসওয়ার্ড দিতে বলা হবে। সেটিও যদি মনে না থাকে, তাহলে ‘ট্রাই’ অপশনে ক্লিক করুন। এরপর গুগল আপনার রিকভারি ফোন নম্বর বা বিকল্প ই–মেইলে একটি কোড পাঠাবে। সেই কোডটি নির্দিষ্ট স্থানে দিয়ে ‘নেক্সট’ চাপলেই নতুন পাসওয়ার্ড তৈরি করে আবার অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

বিজ্ঞাপন

অনেকে শুধু পাসওয়ার্ড নয়, ই–মেইল ঠিকানাটিই ভুলে যান। এক্ষেত্রে একই ওয়েবসাইটে গিয়ে ‘ফরগট দ্য ই–মেইল অ্যাড্রেস ইউ ইউজ টু সাইন ইন’ অপশনে যান। তারপর ‘ফলো দিস স্টেপস’ লিংকে ক্লিক করুন। এরপর রিকভারি ফোন নম্বর বা বিকল্প ই–মেইল ঠিকানা দিতে হবে। পরবর্তী ধাপে পুরো নাম লিখতে হবে। এরপর গুগল ফোন বা ই–মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। কোডটি সঠিকভাবে দিলে ওই ফোন নম্বর বা ই–মেইলের সঙ্গে যুক্ত সব জিমেইল ঠিকানার তালিকা দেখা যাবে। সেখান থেকে নিজের অ্যাকাউন্ট নির্বাচন করে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করলেই আবার জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।