এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার নিয়ে এসেছে নতুন ফিচার। এরফলে ব্যবহারকারীরা সাধারণ কল বা ভিডিও কলের সময় রেকর্ড করা যাবে।
আসুন জেনে নেই দু’পাশের কথাসহ হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং করার উপায়-
* এজন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ- ‘Call Recorder (Early Access)’ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে।
* এরপর অ্যাপ চালু করার পর গ্রান্ড পারমিশন নামে একটি অপশন আসবে। এটা দেওয়ার পর আরও কিছু পারমিশন দিতে হবে। এছাড়া প্রয়োজনীয় টার্মস অ্যান্ড কন্ডিশনস গ্রহণ ও প্রয়োজনীয় পারমিশন (মাইক্রোফোন, কনট্যাক্ট, নোটিফিকেশন, রেকর্ডিং) দিতে হবে।
* সবশেষ রেকর্ডিং অপশন নামে একটি অপশন আসবে সেটা চালু করে দেওয়ার পর, এক্সক্লুড অ্যাপ নামে আরেকটি অপশনে ক্লিক করার পর রিকুয়েষ্ট দ্যা পারমিশন অপশন চালু বাকি পারমিশন দিয়ে দিলেই কাজ শেষ।
এবার চাইলে খুব সহজেই দুপাশের কথা-সহ কল রেকর্ডিং করা যাবে। রেকর্ড করার পর অ্যাপসে প্রবেশ করে সমস্ত কিছু দেখতে পারবেন। কলটি কখন রেকর্ড করা হয়েছে, কত মিনিট রেকর্ড হয়েছে ইত্যাদি সবকিছুই দেখা যাবে।
তবে এই অ্যাপসটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। অ্যাপটি সব ফোনে সমানভাবে কাজ নাও করতে পারে।