Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে দেশে সন্তান জন্ম দেওয়া নিষেধ!

ফারহানা নীলা
২৯ অক্টোবর ২০২৫ ১৪:৪৭

পৃথিবীর নানা দেশের সমাজ-সংস্কৃতি আমাদের কল্পনার চেয়েও অদ্ভুত হতে পারে। অনেক দেশেই এমন রীতিনীতি বা বিশ্বাস মানা হয়, যা বাইরে থেকে দেখলে চমক লাগতেই পারে। এর মধ্যে ভ্যাটিকান সিটি একটি অনন্য উদাহরণ। হ্যাঁ, আপনি ঠিক পড়েছেন— বিশ্বের সবচেয়ে ছোট দেশটির নিয়ম এমন যে সেখানে সন্তান জন্ম দেওয়াই ‘প্রায় নিষিদ্ধ’!

প্রথমেই বলাই যাক, ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ। ৪৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে, প্রায় ৮০০ জন মানুষ বসবাস করে, যার মধ্যে মাত্র ৩০ জন নারী। ছোট হওয়ায় সেখানে হাসপাতাল নেই, স্কুল নেই, খেলার মাঠ নেই— এমনকি শিশুদের জন্য কিছু স্থায়ী পরিষেবাও নেই। ফলে, এখানে জন্ম নেওয়া কোনো শিশুই নিজ দেশে নাগরিকত্ব পান না। যারা এখানে থাকেন, তারা সাধারণত ধর্মীয় কারণে বা কাজের সুবাদে আছেন।

বিজ্ঞাপন

ভ্যাটিকান সিটিতে জন্মের ওপর নিষেধাজ্ঞার মূল কারণ হলো ধর্মীয় নিয়মাবলী। এখানে বেশিরভাগ লোকই যাজক বা ধর্মীয় গুরু, এবং তারা পরিবারের জীবনধারা, বিয়ে বা সন্তান জন্মের ক্ষেত্রে কঠোর নিয়ম মানেন। তবে ইতিহাসে কিছু ক্ষেত্রে নিয়ম ভেঙে শিশুর জন্ম হয়েছে। এসব শিশু সাধারণত জনসাধারণের চোখে কমই আসে, এবং কিছু উচ্চপদস্থ ব্যক্তির পরিবারের সন্তান জন্ম নিয়েছে।

দেশটি যতই ছোট হোক না কেন, ভ্যাটিকান সিটি তার বৈশিষ্ট্য এবং সৌন্দর্যে অনন্য। পোপের প্রাসাদ, সুইস আর্মি, পোপের নিরাপত্তা—all একে বিশ্বের একমাত্র ধর্মনির্ভর নগর-রাজ্য হিসেবে পরিচিত। সুইস গার্ডের প্রায় ১৩০ জন সদস্যের বয়স ৩০ বছরের কম। তারা পোপের প্রাসাদের নিরাপত্তা নিশ্চিত করেন। এছাড়া দেশটির জন্য গণপরিবহন বা আধুনিক সুযোগ-সুবিধা খুব সীমিত। পণ্য পরিবহনের জন্য মাত্র ৩০০ মিটার দীর্ঘ একটি রেলপথ ব্যবহার করা হয়।

ভ্যাটিকান সিটিতে নাগরিকত্ব সাধারণত জন্মের মাধ্যমে নয়, বরং কর্মসূত্রে দেওয়া হয়। যারা এখানে কাজ করেন—প্রধানত ধর্মীয় প্রতিষ্ঠান বা প্রশাসনে—তাদেরই নাগরিকত্ব প্রদান করা হয়। নারীরা সাধারণত পেশাদার পুরুষদের স্ত্রী হিসেবে এখানে বসবাস করেন। তাই, এখানে জন্ম নেওয়া শিশুদের সংখ্যা প্রায় নগণ্য।

এই ক্ষুদ্র দেশে সন্তান জন্ম দেওয়ার উপর নিষেধাজ্ঞা থাকলেও, এর বাইরেও নিয়মের ছোঁয়া রয়েছে। উদাহরণস্বরূপ, এখানে মিনি স্কার্ট, শর্টস বা স্লিভলেস পোশাক পরাও অনুমোদিত নয়। পুরুষ এবং নারী উভয়ের জন্য নির্দিষ্ট পোশাক নির্দেশনা আছে। ছোট্ট এই রাষ্ট্রের জীবনধারা খুবই নিয়মকানুনময়।

তবে, এমন সব কঠোর নিয়ম সত্ত্বেও ভ্যাটিকান সিটি একটি অনন্য দেশ। এটি শুধু বিশ্বের সবচেয়ে ছোট দেশ নয়, বরং ধর্ম, ঐতিহ্য, এবং নিয়মাবলীর এক বিরল সমন্বয়। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখানে জনসংখ্যা খুবই কম, সন্তান জন্মদানের হার প্রায় শূন্য, এবং সাধারণ নাগরিক জীবনের প্রায় সব আধুনিক সুবিধা নেই।

অবশেষে বলা যায়, ভ্যাটিকান সিটি আমাদের শেখায় যে পৃথিবীর যেকোনো দেশই অনন্য হতে পারে। হয়তো এখানে শিশু জন্ম দেওয়া কঠোরভাবে সীমাবদ্ধ, কিন্তু এ দেশের ইতিহাস, সংস্কৃতি এবং নিয়মে রয়েছে এক রহস্যময় এবং বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর