Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইলিনয়ের ভলভো দ্বীপের রহস্য

ফারহানা নীলা
৩০ অক্টোবর ২০২৫ ১৫:২৩

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে এক গাড়ি দোকানের মালিক স্কট ম্যান ২০১২ সালে এমন একটি কাজ করলেন– যা আজও মানুষকে হতবাক ও আনন্দিত করে। বিষয়টা শোনার পর একে শুধু গাড়ি প্রেমিক নয়, যেকেউ ‘হ্যাঁ, এতোই মজা হয়!’ বলেই উঠবেন।

স্কটের প্রিয় ভলভো S80–কে তিনি একটি টো-ট্রাকের সাহায্যে তুলে দিলেন এক ছোট্ট পেনিনসুলার বা উপদ্বীপের ওপর। তারপর কি করলেন জানেন? স্থলভাগের সঙ্গে গাড়িটির সংযোগ কেটে দিলেন। হঠাৎ করেই গাড়িটি হয়ে গেল একেবারে দ্বীপের বাসিন্দা! ভাবুন তো–একটি Volvo S80 একা একা জলাশয়ের চারপাশে দাঁড়িয়ে, যেন বলছে, ‘আমি রাজা।’

প্রথমে স্কট ভাবছিলেন, এখানে গাড়ি নিয়ে কোনো প্রতিযোগিতা বা ইভেন্ট আয়োজন করবেন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেই পরিকল্পনা বাতিল করতে হয়। ফলে গাড়িটি সেখানে নীরবেই দাঁড়িয়ে রইল, কিন্তু খুব দ্রুতই এটি হয়ে গেল স্থানীয় পর্যটকদের গন্তব্য।

বিজ্ঞাপন

গুগল ম্যাপেও এখন এই দ্বীপটির নাম ‘Volvo Island’। ৪.৯ স্টারের রেটিং পেয়ে, এই অনন্য জায়গা সত্যিই একটি ছোট গুগল-ফেমাস আইকন। শত শত ভ্রমণকারী লিখেছে, ‘ম্যাজেস্টিক,’ ‘একটি প্রিমিয়ার ট্যুরিস্ট আকর্ষণ’ বা আরও মজারভাবে বলেছেন, ‘এটি কোনো গাড়ি নয়, এটি শিল্পকর্ম।’

যারা ইলিনয়ে যান, তারা অবশ্যই Volvo Island দেখতে যান। কেউ ছবি তুলতে ভীড় জমান, কেউ আবার স্থানীয়দের সঙ্গে হাসিমুখে গল্প করেন। কেউ হয়তো ভাবেন, ‘আমি কি সত্যিই এক গাড়িকে দ্বীপে দেখতে পারছি?’ আর কেউ হয়তো হেসে বলবেন, ‘স্কট ম্যান, আপনি সত্যিই এক ভলভো-ফ্যান্টাসি বানিয়েছেন!’

স্কট ম্যানের ছোট্ট অভিনব কাজ প্রমাণ করে, কখনও কখনও সাধারণ কিছুই হতে পারে অদ্ভুত আকর্ষণের কেন্দ্রবিন্দু। একটি গাড়ি, একটি ট্রাক, আর খানিকটা সৃজনশীলতা– এগুলো মিলে তৈরি করে Volvo Island, যেখানে প্রযুক্তি আর প্রকৃতি একসাথে দাঁড়িয়ে আছে দর্শককে অবাক করার জন্য।

আজও জানুয়ারি ২০১২ থেকে গাড়িটি সেখানে। প্রতিদিন নতুন পর্যটক আসে, হাসি-ঠাট্টা করে ছবি তোলে, আর কখনও কখনও শুধু দাঁড়িয়ে মুগ্ধ হয়। আর এভাবেই Volvo Island হয়ে উঠেছে ছোট কিন্তু অত্যন্ত অনন্য এক পর্যটন গন্তব্য, যেখানে গাড়ি শুধু গাড়ি নয়, শিল্প ও কল্পনার মিশ্রণ।

একটা Volvo S80, এক ট্রাক, আর একটু সৃজনশীলতা–এটুকুই যথেষ্ট ছিল এক ছোট্ট দ্বীপ গঠনের জন্য। আর আমরা শুধু দাঁড়িয়ে তাকাই, হেসে হেসে ভাবি, ‘এই গাড়িটা আসলেই দ্বীপের রাজা।’

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

ইলিনয়ের ভলভো দ্বীপের রহস্য
৩০ অক্টোবর ২০২৫ ১৫:২৩

আরো

সম্পর্কিত খবর