Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রহস্যজনকভাবে বরফ বাড়ছে অ্যান্টার্কটিকায়!

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৬:২৯ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১৬:৩৭

২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে অ্যান্টার্কটিকায় প্রতি বছর প্রায় ১০৮ বিলিয়ন টন বরফ বৃদ্ধি পেয়েছে। ঠিক তাই, শীতল মহাদেশের বরফ কিছুটা ‘ফিরে এসেছে’! এই তথ্য এই সোর্স থেকে জানা গেছে: ‘Spatiotemporal mass change rate analysis from 2002 to 2023 over the Antarctic Ice Sheet and four glacier basins in Wilkes-Queen Mary Land’ by Wei Wang et al., 19 March 2025, Science China Earth Sciences.

কেন হঠাৎ এত বরফ?

বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ তুষারপাতের বৃদ্ধি। বিশেষ করে পূর্ব অ্যান্টার্কটিকা যেন হঠাৎ একবারে বিশাল বরফের কেক খেয়ে ফেলেছে। এর ফলে, গত কয়েক বছরের ছোটো ‘বরফের লাভ’ হয়েছে।

GRACE-FO দেখেছে সব!

এই তথ্য এসেছে GRACE এবং GRACE-FO উপগ্রহ থেকে, যা পৃথিবীর মহাকর্ষীয় টানে পরিবর্তন পরিমাপ করে। সহজভাবে বললে, এই উপগ্রহগুলো বরফের ওঠা-নামা একদম নজরদারি করছে।

বিজ্ঞাপন

‘নাটকীয় প্রত্যাবর্তন’ না কি কেবল হাওয়ায় খেলা?

কিছু সংবাদমাধ্যম একে বড় ধরনের নাটকীয় পরিবর্তন হিসেবে প্রচার করেছে। শিরোনামগুলো দেখলে মনে হবে অ্যান্টার্কটিকা একেবারে শীতল সুপারহিরো হয়ে উঠেছে। তবে বিজ্ঞানীরা জোর দিয়ে বলছেন, এটি কেবল স্বল্পমেয়াদী হাওয়ার খেলা। দীর্ঘমেয়াদে বরফের হারানো প্রবণতা এখনও আছে।

বরফ হারানোর পুরনো গল্প

একবিংশ শতাব্দীর অধিকাংশ সময়, অ্যান্টার্কটিকা বরফ হারাচ্ছে। বিশেষ করে পশ্চিম অ্যান্টার্কটিকা ও উপকূলীয় হিমবাহগুলি দ্রুত ক্ষয় হচ্ছে। ২০২১ সালের আগে প্রতি বছর প্রায় ১৫০ বিলিয়ন টন বরফ হরাচ্ছিল, যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়াচ্ছিল।

খুশি হওয়া যায়, কিন্তু সাবধান!

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই সাম্প্রতিক বরফ বৃদ্ধি কেবল আবহাওয়ার খেলার ফল। গ্রিনহাউস গ্যাস নির্গমন ও উষ্ণায়ন যদি অব্যাহত থাকে, অ্যান্টার্কটিকা শীঘ্রই আবার বরফ হারানোর পুরনো পথে ফিরে যাবে।

বরফের রেসিপি: শুধু ঠাণ্ডা নয়, তুষারও জরুরি

তুষারপাত বেশি হলে বরফ বাড়ে। মনে করুন, অ্যান্টার্কটিকা এখন একধরনের বরফের ‘ফুড ফেস্টিভ্যাল’ উপভোগ করছে। কিন্তু এ ধরনের উৎসব সবসময় স্থায়ী হয় না।

অ্যান্টার্কটিকা আমাদের শেখাচ্ছে…

এবার আমরা বুঝতে পারছি, পৃথিবীর বরফ ও আবহাওয়া নিয়ে ছোটখাট সুখ-দুঃখও ঘটে। কখনও বরফ বাড়ে, কখনও কমে। কিন্তু বড় ছবি হলো: উষ্ণায়ন এবং মানুষের কর্মকাণ্ড বরফকে দীর্ঘমেয়াদে বিপদে ফেলছে।

মজার কল্পনা: বরফের খেলা

ভাবুন তো, একদিন অ্যান্টার্কটিকা বরফের প্যাকেট পাঠাচ্ছে গ্রিনল্যান্ডকে! যদিও বাস্তবে তা সম্ভব না, তবু এই ছোটখাটো বরফের ‘গেইন’ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, প্রকৃতির মাঝে সবসময় কিছু অপ্রত্যাশিত আনন্দ আছে।

পরিশেষে

বরফ বৃদ্ধি যদিও সাময়িক খুশির খবর, তবে আমাদের দায়িত্ব আরও বড়: গ্রিনহাউস গ্যাস কমানো, উষ্ণায়ন নিয়ন্ত্রণ এবং পৃথিবীর বরফকে দীর্ঘমেয়াদে রক্ষা করা।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর