মেঘ পালানোর দিনে
১২ জুলাই ২০১৮ ০৯:৫০
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
সকালেই রাজধানীর কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। এখন আকাশ জুড়ে মেঘও দেখা যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে এ মেঘ সারাদিন খেলা করবে, কমবে আবার বাড়বে। আর আমাদের যখন তাকে সবচেয়ে বেশি দরকার তখনই সে পালাবে।
আষাঢ় মাসে যেমন মেঘলা আর বৃষ্টি থাকার কথা ছিল সে হিসেবে এই আষাঢ় প্রায় শুষ্কই গেল। বৃষ্টির আশা তো বাদই, বাতাসের আর্দ্রতা কমে ৬০-৭০ শতাংশে চলে আসছে।
সূর্য যখন একদম মাথার উপরে উঠবে তখনই মেঘ থাকবে সবচেয়ে কম। রোদ একদম কড়া হয়ে উঠবে।
এমন দিনে গরম যে খুব লাগবে তা আর বলার অপেক্ষা রাখে না। ৩৩ ডিগ্রি সেলসিয়াস শুধু খাতা কলমে থাকবে গায়ে লাগবে ৩৪ ডিগ্রির মতো গরম।
দিনে রাতে কখনোই বৃষ্টির চিহ্ন দেখা যাচ্ছে না। তবে মেঘের দোহাই, বর্ষাকালের দিব্যি দিয়ে সে যদি এসেই যায় তার জন্য ছাতা হাতে তৈরি থাকতে হবে।
শুভ যাক আজকের দিনটি।
ছবি : আরাফাত সেতু
সারাবাংলা/এমএ