Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইল কিবোর্ডে বাঁচান সময়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫ ১৭:২৮

‎প্রযুক্তি আমাদের সবকিছুকে হাতের মুঠোয় এনে দিয়েছে। তাই আমাদের সবধরনের কাজ আমরা হাতের মুঠোয় থাকা মোবাইলে করে থাকি। আমাদের অনেককেই কাজের প্রয়োজনে ফোনেই বড় লেখা টাইপ করতে হয়। সেক্ষেত্রে অনেক সময় চলে যায়। কিন্তু স্মার্টফোনে সহজেই কিছু নিয়ম মেনে চললে সময় বাঁচানো যায়।

‎আসুন জেনে নেই মোবাইল কিবোর্ডে বাঁচানোর কিছু উপায় …

‎সোয়াইপ করে টাইপ

‎মোবাইলের ভার্চুয়াল কি-বোর্ডের প্রতিটি কি চেপে লেখার বদলে আঙুল সোয়াইপ করেও টাইপ করা যেতে পারে। শুধু টাইপ করার জন্য কিবোর্ডে কি-এর ওপর আঙুল সোয়াইপ করুন। এভাবে করলে দ্রুত টাইপ হবে। আর যদি কোনো বানান ভুল হয় তাহলে বানানে আঙুল ছোয়াতেই অটোম্যাটিক তা সংশোধন করা যাবে।

বিজ্ঞাপন

‎পার্সোনাল কিবোর্ড ডিকশনারি

‎প্রত্যেক স্মার্টফোনে কিবোর্ড অ্যাপে পার্সোনাল ডিকশনারি রাখার সুযোগ আছে। এই ডিকশনারি থাকলে আপনি টাইপ করার সময় সাজেশনে পাওয়া শব্দে আঙুল ছুয়ে সময় বাঁচাতে পারবেন।

‎ক্যাপিটাল অক্ষরে সব লেখা

‎অনেক লেখায় বাক্যের প্রতিটি লেখা ক্যাপিটাল অক্ষরে করতে হয়। এই কাজটি অনেকে জানেন না বলে অনেক সময় নিয়ে টাইপ করেন। কম্পিউটারের মতো ক্যাপস লক না থাকায় ঝামেলায় পড়েন অনেকে।

‎ভয়েস টাইপিং

‎গুগল ভয়েস টাইপিং ব্যবহার করেও সহজে অনেক লেখা লিখে ফেলতে পারেন। শুধু বসে মোবাইলে শুদ্ধভাবে সব উচ্চারণ করে যাবেন। সেই উচ্চারণের ভিত্তিতে আপনার লেখা হয়ে যাবে। আর লেখা শেষ হলেই আপনি নিজে সব ভুল ও প্রমাদ ঠিক করে নিবেন।

‎কিবোর্ড সফটওয়ার বদলে নিন

‎অনেক সময় কিছু সফটওয়ার ঠিকঠাক কাজ করে না। সেটিংস থেকে টাচ রিস্পন্স বদলে ফেলার সুযোগও থাকে কম। সেসব ক্ষেত্রে সফটওয়ার বদলে নিন।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর