কেউ কেউ মনে করে স্মার্টফোনের ব্রাইটনেস যতটা কম রাখা যায় চোখের জন্য তা ততই ভালো। অনেকেই আবার এর বিপরীত ভেবে ফোনের উজ্জ্বলতা সবসময় বাড়িয়ে রাখেন। আসলেই কোনটা ভালো। আসুন জেনে নেই সেই বিষয়।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, ফোনের উজ্জ্বলতাকে সবসময় আশেপাশের আলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিক করা উচিত। অর্থাৎ বাইরে বের হলে উজ্জ্বলতা বেশি, ঘরে থাকলে উজ্জ্বলতা কমিয়ে রাখা উচিত।
তবে তারা প্রাথমিকভাবে ধারণা দেন, চোখের জন্য ভালোর জন্য স্মার্টফোনের ব্রাইটনেস ৫০ শতাংশের মধ্যে রাখতে পারেন। বর্তমানের নতুন স্মার্টফোনগুলোতে অটো মোড ফিচার রয়েছে। যা ব্যবহার করেও উজ্জ্বলতা ঠিক রাখতে পারেন।
এ ফিচার ব্যবহার করলে চারপাশের আলোর সঙ্গে সামঞ্জস্য রেখে স্মার্টফোনের উজ্জ্বলতা নিজে থেকেই পরিবর্তন হয়ে যাবে।