Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:০৯

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার আইন করেছে অস্ট্রেলিয়া। আগামী ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে এই আইন। সেশনে আইন না মানলে সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

এর কারণ হিসেবে বলছে, দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা কিশোরদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা ও আচরণে নেতিবাচক প্রভাব ফেলছে।

ইতিমধ্যে অ্যাকাউন্ট অপসারণ শুরু করেছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা। ইনস্টাগ্রাম, ফেসবুক এবং থ্রেডস প্ল্যাটফর্মে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট এরই মধ্যে বন্ধ করা হচ্ছে।

এ বিষয়ে অস্ট্রেলিয়া সরকার বলছে, শিশুদের অনলাইন ক্ষতিকর কনটেন্ট ও ঝুঁকি থেকে রক্ষা করতেই এ সিদ্ধান্ত। সরকারের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে ১০ থেকে ১৫ বছর বয়সী ৯৬ শতাংশ শিশু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবং তাদের বড় অংশই সহিংসতা, মিসোজিনি, ইটিং ডিসঅর্ডার ও আত্মহত্যা-উদ্দীপক কনটেন্টের মুখোমুখি হয়।

বিজ্ঞাপন

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত মাসে মেটা জানিয়েছিল-১৩ থেকে ১৫ বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ৪ ডিসেম্বর থেকে বন্ধ করা হবে। এতে প্রায় দেড় লাখ ফেসবুক ও ৩.৫ লাখ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রভাবিত হতে পারে। ইনস্টাগ্রাম ছাড়া থ্রেডস ব্যবহার করা না যাওয়ায় সেখানে একই প্রভাব পড়বে।

নতুন আইনে সব সোশ্যাল প্ল্যাটফর্মকে বাধ্য করা হয়েছে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করতে।

মেটার এক মুখপাত্র বিবিসিকে জানান, নতুন আইনের সঙ্গে সামঞ্জস্য রাখতে ‘বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া’ চলবে। তবে বয়স যাচাইয়ের দায়িত্ব অ্যাপ ডাউনলোডের সময় অ্যাপ স্টোরগুলোর (অ্যাপল, গুগল প্লে) ওপর দিলে এটি আরও কার্যকর হবে বলে মনে করে প্রতিষ্ঠানটি।

মেটা জানিয়েছে, যেসব কিশোরের অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে, তারা আগেই নিজেদের ছবি, ভিডিও, পোস্ট ও মেসেজ ডাউনলোড করে নিতে পারবেন। আর যাদের ভুলভাবে ১৬ বছরের নিচে হিসেবে শনাক্ত করা হয়েছে-তারা ভিডিও সেলফি বা সরকারি আইডি দিয়ে বয়স যাচাই করতে পারবেন। শুধু মেটা নয় ইউটিউব, এক্স, টিকটক, স্ন্যাপচ্যাট, রেডিট, কিক ও টুইচের মতো প্ল্যাটফর্মও এই আইনের আওতায় আসছে।

বিজ্ঞাপন

জলপাই বাগানে কী করছিলেন বুবলী!
৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪

আরো

সম্পর্কিত খবর