Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বজ্র বৃষ্টির দিন


১৫ জুলাই ২০১৮ ০৯:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

আষাঢ় মাসের ৩১ তারিখ আজ। আষাঢ় মাস অতিরিক্ত এক দিনে এসে আজ খুব পিটিয়ে খেলার চেষ্টা করছে। তাই তো আজ সারাদিন বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বজ্রসহ বৃষ্টি হবে।

সপ্তাহের শুরুর দিনের বৃষ্টির আলাপ যেমন ভোগান্তির তেমনিই আনন্দেরও। গরমটা কদিন একটু বেশিই যাচ্ছে। আজকেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাবে। নামলেও ২৭ ডিগ্রির নিচে নামছে না। ফলে হিসেবে আজ বেশ গরমের দিনই।

সারাদিন আকাশে ৭০ থেকে ৯০ শতাংশের বেশি মেঘ আকাশে থাকবে। তারপরেও বাতাসের আর্দ্রতা খুব বেশি নয়। বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে সকাল থেকে নামবে বৃষ্টি আর একদম আষাঢ়ের মুখ উজ্জ্বল করে সারাদিন একটু কম, একটু বেশি, একটু ঝরঝর, একটু কড়কড় এভাবে ঝরতেই থাকবে।

বিজ্ঞাপন

আকাশে মেঘ থাকায় লাভের লাভ হয়েছে যে সারাদিনে অতিবেগুনী রশ্মির ইনডেক্স কোনোভাবেই ৯ এর উপরে থাকবে না। তবে এই খুশিতে সানস্ক্রিনকে বিসর্জন দেবেন না যেন, ৯ মানেও যথেষ্ট বেশি রোদ।

বৃষ্টির মৌসুমে বৃষ্টির দিনটি কাটুক নিরাপদে। লাঞ্চে বা ডিনারে খিচুড়ি খাওয়া হোক আর আটঘাট বেঁধে তৈরি হয়ে নিন রাতের জন্য, আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। দেখা যাক, কোন দল এবার ধীরে সুস্থ বিশ্বকাপটা নিয়ে যায়।

 

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর