Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোবটিক আতঙ্ক থেকে পপ আইকন: আজ ডালেক স্মরণ দিবস

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১৫:০৫

ডিসেম্বর মানেই শীত, উৎসব আর বছরের শেষের ব্যস্ততা। কিন্তু এসবের মাঝেই ২১ ডিসেম্বর ঘিরে রয়েছে একেবারে ভিন্নধর্মী, খানিকটা উদ্ভট আর বেশ মজার এক দিবস— International Dalek Remembrance Day। এই দিনে বিশ্বজুড়ে Doctor Who সিরিজের ভক্তরা স্মরণ করেন টেলিভিশন ইতিহাসের সবচেয়ে ভয়ংকর (এবং সবচেয়ে অদ্ভুত দেখতে) ভিলেন— Dalek।

কে এই ডালেক?

ডালেক হলো জনপ্রিয় ব্রিটিশ সায়েন্স ফিকশন টিভি সিরিজ Doctor Who-এর কাল্পনিক ভিনগ্রহী চরিত্র। বাইরে দেখতে লবণের পাত্রের মতো ধাতব দেহ, এক চোখের মতো স্ক্যানার, আর একটাই লক্ষ্য— ‘Exterminate!’ (সব ধ্বংস করো!)
১৯৬৩ সালে প্রথম Doctor Who সম্প্রচার শুরু হয়, আর সেখান থেকেই ডালেক ধীরে ধীরে হয়ে ওঠে ব্রিটিশ পপ কালচারের অবিচ্ছেদ্য অংশ।

বিজ্ঞাপন

কেন ২১ ডিসেম্বর?

এই দিনটিকে অনানুষ্ঠানিকভাবে বেছে নেওয়া হয়েছে Doctor Who-এর ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়কে স্মরণ করে। ভক্তদের কাছে এটি একধরনের নস্টালজিক শ্রদ্ধা, ভয়ের সঙ্গে হাসির মিশেলে এক অদ্ভুত স্মরণদিবস।

ভয়ংকর, কিন্তু মজার কেন?

ডালেক ভয়ংকর— এ নিয়ে সন্দেহ নেই। কিন্তু বাস্তবে তারা এতটাই যান্ত্রিক ও একঘেয়ে যে অনেকেই এগুলোকে ভয় পাওয়ার চেয়ে মজার কার্টুন ভিলেন হিসেবেই দেখেন।

একই শব্দ বারবার বলা,
রোবটিক কণ্ঠ,
সীমিত নড়াচড়া,
— সব মিলিয়ে ডালেক এখন ভয়ের চেয়ে পপ কালচার আইকন।

কিভাবে পালিত হয় এই দিবস?

যদিও এটি কোনো রাষ্ট্রীয় বা জাতিসংঘ স্বীকৃত দিবস নয়, তবুও Doctor Who-এর পুরোনো পর্ব দেখা, ডালেক কস্টিউম পরে ছবি তোলা, সোশ্যাল মিডিয়ায় #DalekRemembranceDay হ্যাশট্যাগ, ডালেকের বিখ্যাত সংলাপ দিয়ে মিম বানানো — এসবের মাধ্যমেই ভক্তরা দিনটি উপভোগ করেন।

জানেন কি?

ডালেকের নকশা তৈরি করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সামরিক আতঙ্কের প্রতীক হিসেবে। ব্রিটেনে ডালেক শিশুদের কাছে এতটাই পরিচিত যে অনেক সময় এটি Doctor Who-এর চেয়েও বেশি জনপ্রিয়! ‘Exterminate!’ শব্দটি টিভি ইতিহাসের সবচেয়ে পরিচিত ভিলেন ডায়ালগগুলোর একটি।

International Dalek Remembrance Day আমাদের মনে করিয়ে দেয়— ভয়, কল্পনা আর হাস্যরস একসঙ্গে মিললে গল্প হয়ে ওঠে কালজয়ী। একদিকে ভিনগ্রহী ধ্বংসযজ্ঞের গল্প, অন্যদিকে মানুষের হাসি আর নস্টালজিয়া— এই মিশ্রণেই ডালেক আজও বেঁচে আছে দর্শকের মনে।

আজ একটু সময় বের করে যদি কেউ বলে ওঠে— ‘Exterminate!’
ভয় পাবেন না, হয়তো সে শুধু দিবসটি উদ্যাপন করছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর